দ্য_ফরবিডেন_সিটি
এক নিষিদ্ধ নগরীতে বসে এক নিষিদ্ধ সময়ে এই অণুগল্পটি লিখেছিলাম।
অনেক অনেক বছর আগে, শেষবার যখন আমরা দু’জন পাশাপাশি ছিলাম, ওর মাংসল বুক থেকে বরুনার মতো আতরের গন্ধ বের হয়েছিলো।
অনেকগুলি বছর পার হয়ে আজ সে পুরাদস্তুর কেবলি একজন মহিলা, অন্য কারো।
আজও তার সেই মাংসল বুক রয়ে গেছে, আগের চেয়ে অনেক স্ফীত এবং উদ্ধত যদিও, কিন্তু সেখানে এখন আতরের পরিবর্তে কেবলি দুধের গন্ধ.. ওর বাবুদের খাবার জিনিস।
এক জীবনে আমার না আতরের গন্ধ পাওয়া হলো, না সে আমার হলো! আমি তার বাবু হয়েও ওর দুধের ঘ্রাণে আপ্লুত হতে পারলাম না!
আজ আমি সবকিছু হারিয়ে এক দুর্বিণীত রুপান্তরিত অন্যপুরুষ। আমার সামনে আসাটা আজ তার জন্য ইসলামী শরিয়তের পরিভাষায় নাজায়েজ। অথচ অনেকগুলি রাতে, এই নাজায়েজ পুরুষের মাথা থেকে পা পর্যন্ত ছুঁয়ে দেয়নি সে, এমন কোনো জায়গা অবশিষ্ট ছিলো না! আজ সে বিরাট ধার্মিক-ভদ্রমহিলা।
আর আমি?
আমি তার জন্য এক ‘ফরবিডেন সিটি’ বৈ অন্য কিছু নই।
__________________________
#দ্য_ফরবিডেন_সিটি_মামুনের_অণুগল্প
ইন্টারেস্টিং অণুগল্প মি. মামুন।
ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা।

নাম চয়নে দারুন মুন্সিয়ানা করতে পেরেছেন সুপ্রিয়।
ধন্যবাদ প্রিয় খালিদ ভাই।
শুভেচ্ছা।

শুভেচ্ছা প্রিয় গল্প দা।
ধন্যবাদ রিয়া দিদি।
শুভেচ্ছা…

অনেকগুলি বছর পার হয়ে আজ সে পুরাদস্তুর কেবলি একজন মহিলা, অন্য কারো।
একটা সময়ে এসে এমনই লাগে মহ. আল মামুন ভাই।
কিন্তু এই মহিলা আমার হতে পারতো একটা সময়ে এসে… হলো না- এটাই সমস্যা।
ধন্যবাদ প্রিয় কবিদা'
* শুভরাত্রি মামুন ভাই…
ধন্যবাদ প্রিয় দিলওয়ার ভাই।
শুভেচ্ছা।
