মামুনের জোড়া অণুগল্প

**

এক পাতা ঝরার দিনের বিশেষ একটি মুহুর্তে, দু’জনে সিদ্ধান্ত নিলাম, ‘নাহ, এভাবে সম্পর্কটিকে আর ঝুলিয়ে রাখব না।’ প্রায় বছরখানিক হল ওর সাথে আমার প্রেম। দু’জনে নিজেদেরকে এই সময়ের ভিতরে জেনে-বুঝে অনুভবে হ্যা-বোধক অনুভূতির অনুরণনে নিজেরা বিলীন হয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম।

সেদিনই সম্পর্কটিকে ‘দু’জনময়’ করে তুলতে আমরা জীবনের মহাশূণ্যে ঝাঁপ দিয়েছিলাম.. দীর্ঘদিন ভেসে বেড়িয়েছি দু’জনে.. পাশাপাশি!

আরেক ফাগুনের এক বিষণ্ন বেলায়, আমার সাথে ভেসে ভেসে ক্লান্ত সে, একা একা ঝরা পাতার মর্মর ধ্বনি শুনতে দিক পরিবর্তন করলো।

সেই থেকে সম্পূর্ণ ভিন্ন দিকে একাকী ভেসে চলেছি নিঝুম নিমগ্ন সুখে।

একজন মানুষ আজীবন একাকী!

#দুটি_পথ_গেছে_বেঁকে_অণুগল্প_৪৮২

**
সৌন্দর্য্য একাধারে নারীর অলংকার এবং অহংকার।
পুরুষের পৌরুষ।

দুইয়ের মিলনে হয়ে ওঠে শ্রেষ্ঠ মানুষ!

#পরিপূরক_অণুগল্প_৪৮৩

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

8 thoughts on “মামুনের জোড়া অণুগল্প

  1. দুটি অণুগল্পই চমৎকার মি. আল মামুন। অনেক অনেক অভিনন্দন আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. লিখার প্রেরণা পেলাম ভাইয়া! ধন্যবাদ।

      ভালো থাকুন সবসময়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার অনুভবের প্রতি অনেক ভালো লাগা দিদি।

      শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সৌন্দর্য্য একাধারে নারীর অলংকার এবং অহংকার।
    পুরুষের পৌরুষ।

     

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।