**
এক পাতা ঝরার দিনের বিশেষ একটি মুহুর্তে, দু’জনে সিদ্ধান্ত নিলাম, ‘নাহ, এভাবে সম্পর্কটিকে আর ঝুলিয়ে রাখব না।’ প্রায় বছরখানিক হল ওর সাথে আমার প্রেম। দু’জনে নিজেদেরকে এই সময়ের ভিতরে জেনে-বুঝে অনুভবে হ্যা-বোধক অনুভূতির অনুরণনে নিজেরা বিলীন হয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম।
সেদিনই সম্পর্কটিকে ‘দু’জনময়’ করে তুলতে আমরা জীবনের মহাশূণ্যে ঝাঁপ দিয়েছিলাম.. দীর্ঘদিন ভেসে বেড়িয়েছি দু’জনে.. পাশাপাশি!
আরেক ফাগুনের এক বিষণ্ন বেলায়, আমার সাথে ভেসে ভেসে ক্লান্ত সে, একা একা ঝরা পাতার মর্মর ধ্বনি শুনতে দিক পরিবর্তন করলো।
সেই থেকে সম্পূর্ণ ভিন্ন দিকে একাকী ভেসে চলেছি নিঝুম নিমগ্ন সুখে।
একজন মানুষ আজীবন একাকী!
#দুটি_পথ_গেছে_বেঁকে_অণুগল্প_৪৮২
**
সৌন্দর্য্য একাধারে নারীর অলংকার এবং অহংকার।
পুরুষের পৌরুষ।
দুইয়ের মিলনে হয়ে ওঠে শ্রেষ্ঠ মানুষ!
#পরিপূরক_অণুগল্প_৪৮৩
দুটি অণুগল্পই চমৎকার মি. আল মামুন। অনেক অনেক অভিনন্দন আপনার জন্য।
লিখার প্রেরণা পেলাম ভাইয়া! ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।

সুন্দর হয়েছে মহ. আল মামুন ভাই।
ধন্যবাদ প্রিয় কবিদাদা!
শুভেচ্ছা নিরন্তর…

গভীর এক জীবন বোধের প্রকাশ গল্প দা।
আপনার অনুভবের প্রতি অনেক ভালো লাগা দিদি।
শুভেচ্ছা…

সৌন্দর্য্য একাধারে নারীর অলংকার এবং অহংকার।
পুরুষের পৌরুষ।
*


গল্প দুইটি পড়ার শুভেচ্ছা রইলো ভাই।