যখন মেঘ সরে যায়, উত্থিত শিশ্নের মত ধীরে ধীরে চাঁদেরকণারা ঘিরে ফেলে সমগ্র দৃশ্যপট।
ফুল গাছের আড়াল থেকে সে হেঁটে আসে চাঁদ হয়ে, ওর শরীরে আলপনা এঁকে চলে কামনা শিশুর দল!
আজ যে তার আসার কথা, যুবতী হৃদয়ে বিষম ব্যথা, ভালবাসা ছুঁয়ে যায় তার কানায় কানায়.. জোছনারা অপেক্ষায় চরম বিহ্বলতায়!
আজ ও কি তবে আসবে না সে?
#যখন_মেঘ_সরে_যায়_অণুগল্প_৪৯৫
নিশ্চয়ই আসবে।
ভালবাসা ছুঁয়ে যায় তার কানায় কানায়..
জোছনারা অপেক্ষায় চরম বিহ্বলতায় …!
আসুক সে।
ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য। শুভেচ্ছা…

ভালো লিখা মহ. আল মামুন ভাই।
গল্পটি পড়ার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ কবিদা'
ভালো থাকুন সবসময়।

সুন্দর এবং মিনিংফুল গল্প উপহার দিয়েছেন গল্প দা। বেশ।
ধন্যবাদ রিয়া দিদি গল্পটি পড়ার জন্য। শুভেচ্ছা রইলো।