মামুনের অণুগল্প : দ্য ট্রেইল

দ্য ট্রেইল

বাবার হেঁটে চলা এই রাস্তাটা তখন ইটের সলিং বিছানো ছিল। এই রাস্তায় আমি তিন চাকার বেয়ারিং গাড়িতে চড়ে দুরন্তপনায় মেতেছি, মার্বেল দিয়ে আংটি মাইর খেলেছি বন্ধুদের সাথে। বৃষ্টিতে ভিজেছি-রোদে পুড়েছি, কালো হয়েছি। মনটা সাদা ছিল তখন অবশ্য।

রাস্তাটির সাথেই একটা চারতলা বাড়ি। সেটা প্রথমে সেমি পাকা একতলা বাড়ি ছিল। এটাই ছিলো এই শহরে আমাদের প্রথম কোনো বাড়ি। আমার একেবারে ছোট দুটি ভাইয়ের জন্মও এই বাড়িতেই।

আমার মা আমার বাবা এবং আমাদেরকে সাথে নিয়ে সেই ছোট্ট বাড়িটাকে আজকের বড় বাড়িটায় রুপ দিয়েছেন।

আমাদের বাড়ির সামনের বাবার হেঁটে চলা এই রাস্তায়ই আমি প্রথম বারুদের গন্ধ পাই। মুক্তির প্রলয়োল্লাসে মেতে উঠি। এখানেই প্রথম সাইকেল চালানো শিখি… মটরবাইক ও।

সেই বাড়িতে আমার এরকম অনেক ‘প্রথম কিছু’ জড়িয়ে আছে।

এই ছবিটায় সব চেয়ে আসল যেটা সেটা হলো- এই ছবিটায় আমাদের বাবা রয়েছেন। একজন বাবার ছবি এটা!

রাস্তাটা আমাদের জন্য রেখে যাওয়া বাবার ট্রেইল…।।

________________
#মামুনের_অণুগল্প-৫২৬

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

8 thoughts on “মামুনের অণুগল্প : দ্য ট্রেইল

  1. ছবির মানুষটি না থাকলেও সড়কটি আজও যেন মানুষ শূন্য হয়নি। কেউ তাঁকে স্মরণ করে। ভালো থাকবেন মি. মামুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  2. আমাদের স্মৃতি কেবল আমাদের একান্তই মহ. আল মামুন ভাই। চলছে জীবন। 

    1. জি কবিদা', স্মৃতি যার যার একান্ত আপনার- খুব সুন্দর বললেন। ধন্যবাদ এবং শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. স্মৃতি তুমি বেদনা! আপনার লেখা পড়ে আমারও অনেককিছু মনে পড়ে গেল।

    1. আপনার অনুভবের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো দাদা। শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।