কাছে পাব না জানি তোমাকে তো আর
সে কোন ধূসর নির্জনে
নীলিমায় নৈঃশব্দের অনুরণন
বেজেছিল কবে কোন সবুজ জলপাই বনে।
আলো-সবুজ পথে তোমার সনে
সূর্য তীরে হয়েছিল দেখা!
আজ এই দূর পরবাসে
হৃদয় অ্যালবামে স্মৃতিরা ভাসে
কুহকী প্রহর বুকে নিঃসঙ্গতার জ্বালা।
নিশ্চুপ চারিধার তুমিহীন অনুভবে
কেটে যায় জীবন একা একা!
মনে পড়ে কোনো এক আঁধার রাতে
হেঁটেছিলে পথ আমারই সাথে
কেটেছিল ক্ষণ নিঝুম নিমগ্ন সুখে
এখন তুমি অন্য কারো বুকে!
কথা কাব্য বা গল্প আলেখ্য …
সব খানেই আপনি মনন আর প্রজ্ঞায় অসাধারণ মি. মামুন।
ধন্যবাদ ভাইয়া। অনুপ্রেরণা পেলাম।

চমৎকার কবিতা প্রিয় মহ. আল মামুন ভাই।
ধন্যবাদ কবিদা'। শুভেচ্ছা..

কবিতা পছন্দ করলাম প্রিয় গল্প দা।
ধন্যবাদ রিয়া দিদি। শুভেচ্ছা…
