হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
শুনছিল শিহাব চিন্ময়ের গলায় রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান-
‘কাল রাতের বেলা গান এলো মোর মনে
তখন তুমি ছিলে না মোর সনে’
মন আর শিহাব দু’জন কথা বলে, একা একা।
– এই তুমিরা ছিলই বা কখন! কতটুকু সময়?
– তারপরও অচেতন মন ‘তুমি’ কে নিয়েই ভাবে!
এই ‘তুমি’!
তোমরা আরেকটু সময় থাকলে কি হয়?
_______________
#মামুনের_অণুগল্প
ফটো ক্রেডিটঃ গল্পকারের
পুনরায় বলি … আপনার গল্প সমূহে শিহাব চরিত্রটি আমার ভীষণ কাছের মনে হয়। আজকের লিখায় দুইবার শিহাব নামটি আসলেও মানসচক্ষে শিহাবের অনুভূতি ঠিকই অনুভব করলাম। অভিনন্দন মি. মামুন।
আপনি অনুভূতিপ্রবণ দের অন্তর্ভুক্ত, ভাইয়া। প্রথম সারির একজন। আপনার অনুভবের ছায়াতলে বেড়ে ওঠা এই গল্পকারের মানসিক শক্তির একটা অংশ আপনিও ভাইয়া।
অনেক ভালো থাকুন। শুভেচ্ছা…

চমৎকার প্রিয় গল্প দা।
সাথে থাকার শুভেচ্ছা, রিয়া দিদি। ভালো থাকুন, সবসম, সবাইকে নিয়ে।
দারুণ মহ. আল মামুন ভাই।
আপনাকে ধন্যবাদ বড় ভাই। নিরন্তর ভালোবাসায় ছেয়ে থাকুন আপনি।

সুন্দর।
অনেক ধন্যবাদ আপনাকে… ভালো থাকুন।