মামুনের_অণুগল্প : চোখের_আলোয়_দেখেছিলেম

অনেক আগের একটি লেখা আবারও পোষ্ট করলাম…

প্রতি সপ্তাহে শনিবারটা আমার কাছে মন খারাপের একটি দিন। এদিন বাসার সবাইকে ঘুমে রেখে অফিসের উদ্দেশ্যে চলে আসি। অন্য জেলায় অফিস। সপ্তাহে একদিন বাসায় আসি। নিজভুমে পরবাসি হবার জন্য।

পহেলা মে এবং শুক্রবার- দু’দিন সবার সাথে বেশ কাটালাম।

কাছের এক বন্ধু মুসার মৃত্যু আমার বাসার সদস্যদেরকেও শোকাহত করেছে। গত কোরবানির ঈদে বউয়ের শহর থেকে ঢাকায় ফেরার সময় বাস কাউন্টারে প্রয়াত বন্ধু এসেছিল। আমাদেরকে বিদায় জানাতে। আমার মেয়েদেরকে চিপস কিনে দিয়েছিল।আমার বউ’র সাথেও কিছুক্ষণ কথা বলেছিলো। বৃষ্টির ভিতরে বন্ধু আমার অনেকক্ষণ ছিলো। এইভাবেই আমার দুই বাবু এবং বউ’র স্মৃতিতে সেই রাতে কিছুক্ষণের জন্য বন্ধু নিজের অস্থায়ী আসন গেড়ে রেখেছিল। যা তাঁর মৃত্যু সংবাদে ওদেরকে ও শোকাতুর করে।

আমার বউ এবং আমি-দু’জনেই বন্ধুর এই অসময়ে চলে যাওয়াতে দুঃখ পেলেও, একজন অপরজনের সাথে আরো নিবিড় ভাবে রুটিন জীবন থেকে বের করা অল্প সময়টুকুকে কাজে লাগাতে চেষ্টা করি। দু’জনের মনের গভীরে বোধহয় বেজে উঠেছে, ‘সময় বেশী নাই’? প্রয়াত বন্ধু একটি উদাহরণ হয়ে আমাদের সামনে দৃশ্যমান।

আজ সকালে অ্যালার্ম ঘড়ি তাঁর ডিউটি পালন করলেও আমার কান সেটা পৌঁছাতে ছিল ব্যর্থ। তাই যেখানে সাড়ে চারটায় উঠার কথা, বউ এর ডাকে ৫টা ২২ মিনিটে ঘুম ভাঙ্গল। দ্রুত অজু-নামাজ শেষ করে রেডি হলাম। বাসা থেকে বাসস্টপ পর্যন্ত হেঁটেই যাই সচরাচর। তবে আজ দেরী বলে কথা। জুতোর ফিতে বাঁধতে বাঁধতে কীভাবে দ্রুত পৌঁছানো যায় ভাবছিলাম। এমন সময় বউ বারান্দা থেকে বলল, ‘একটা রিক্সা খালি যাচ্ছে, দাঁড় করিয়েছি’। বাহ! ভালোই হলো। নীচের কেচি গেটের তালাও খুলে রেখেছে সে নিজে।

চমৎকৃত হলাম!

রিক্সায় উঠে বারান্দার দিকে তাকাতেই ভোরের তাজা ফুলের মত আমার বউ কে দেখলাম… হাত নেড়ে বিদায় জানালো সে।

মনের কোথায় যেন মোচর দিয়ে উঠল। হাত নেড়ে প্রতি উত্তর দিতে দিতেই ইঞ্জিনচালিত রিক্সাটি আমাকে আমার প্রিয়ার থেকে দূরে নিয়ে এলো।

এই মেয়েটির জন্য আমার আরো অনেক কিছু করা বাকি আছে। ভাবতে ভাবতে হৃদয়ের রক্তক্ষরণ চোখের কোণে এসে কি জমা হল? সামনের সব কিছু না হলে ঝাপসা দেখছি কেন?

বন্ধু আমার নিজে চলে গিয়ে আমাদের ভিতরের সুপ্ত ভালবাসার অপ্রকাশিত কিছু উৎস মনে হয় খুলে দিয়ে গেছে!

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

12 thoughts on “মামুনের_অণুগল্প : চোখের_আলোয়_দেখেছিলেম

  1. জীবন অণুগল্পটি পঠিত হলেও আমার কাছে বারবার ভালো লাগে। শুভেচ্ছা মহ. আল মামুন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জি কবিদা', আগেও পড়েছেন আপনি। আপনার ভালো লাগায় ডুবে আছি, ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা দাদা। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমাদের জীবনের স্মৃতিই আমাদের এক জনমের সম্পদ। শুভকামনা মি. মামুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সহমত আপনার সাথে ভাইয়া। ইদানিং এই সম্পদ নিয়েই বেঁছে আছি। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা.. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আপনার লিখা গুলোনে দারুণ বিশেষত্ব রয়েছে আল মামুন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ ভাই। আমার অণুগল্প আমারই জীবনের বিভিন্ন অণুক্ষণ, যা আমি না থাকলে আমার দুই বাবু এর ভিতরে তাদের 'পাপাকে' খুঁজে পাবে। মূলত এজন্যই লিখি। 

      ভালো থেকো প্রিয় ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. ভালো লিখেছেন। যদিও আপনার অধিকাংশ লিখা আমার ভালো লাগে। 

    1. আপনার অনুভূতি জেনে ভালো লাগলো। ধন্যবাদ। শুভেচ্ছা.. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. যাপিত জীবনের গল্প। ভাল থাকুন গল্প দা।

    1. জি রিয়া দিদি। আপনিও ভালো থাকুন সবসময়। শুভেচ্ছা.. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. প্রিয় ভাই আপনাকে ধন্যবাদ। আপনার অনুভব লেখায় প্রেরণা হলো জানবেন।   শুভেচ্ছা.. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif   

মন্তব্য প্রধান বন্ধ আছে।