মিথিলা কারোর নয়

মিথিলাকে প্রথম যেদিন দেখি
আগের রাতে বৃষ্টি হয়েছিল প্রচুর
কর্দমাক্ত একটি রাস্তার ডান পাশ ঘেষে হেঁটে আসছিল সে
অতি সন্তর্পনে পা ফেলছিলো
যেন এলোমেলো ইটের উপর পা পড়ে
তলার কাঁদাপানি ওকে বিড়ম্বনায় না ফেলে দেয়।
অফিস যাবার তাড়া ছিল তার..

প্রতিদিন একই সময়ে সে বাসস্টপে হেঁটে আসতো
রাস্তার ওপারের ফলের দোকানের সেই বৃদ্ধ দোকানি আর আমি
প্রতিদিনই দূর থেকে নীরব হাসিতে অভ্যর্থনা জানাতাম তাকে।
সে নিরবে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিতো..

ওকে নিতে আসা মাইক্রোবাসটি ছিল কালো রঙের ‘হাইয়েস’
দূর থেকে গাড়িটি দেখা যেত না
কেমন ভুতের মত আচমকা এসে হাজির হতো!
সে একবার ঘাড় বেঁকিয়ে আমার পানে চেয়ে নীরবে চলে যেতো।
আমি ভাবতাম আবোলতাবোল নিজের মনে একা একা..

এভাবে একজন সম্পর্কহীনা
প্রতিদিনের অপেক্ষার কয়েক মিনিট অপেক্ষা করে করে
চেনা-অচেনার গণ্ডী পার হয়ে কিভাবে যে আমার কাছে চলে আসলো
সে এক ভিন্ন ইতিহাস।
অন্য কোনও সময় বলা যাবে..

একদিন হরতালের দিনে
প্রতিদিনের মতো অপেক্ষায় আমি
পিকেটাররা তখনো বের হয়নি
কাঁধের ব্যাগটি মিথিলার অবহেলায় এদিক সেদিক দুলছিল সেদিন
চিন্তিত মিথিলা পাশে এসে বলে,
– আজ গাড়ি আসবে না। কি করি বলুন তো?
আমার অবাক হওয়া চাহনি দেখে মৃদু হেসে বললো,
– এই যে মিস্টার! আপনাকেই বলছি আমি।

আমি তখন ওর ঠোঁটের আলোড়ন কিভাবে শব্দকে মধুর করে তোলে
সেই বিশ্লেষণে বিভোর ছিলাম ওরই পানে চেয়ে!
আমার বালক মনের নাবালক চোখের অপার বিস্ময়
সেদিন ওর চোখের তারায় আগুন জ্বালিয়ে দিয়েছিল!
কেমন শান্তিপ্রদ তেজ সেই আগুনের
শীতের নরম রোদের মত মায়াবী কোমল!

সেদিনই প্রথম কোনো মেয়ের সাথে একই রিক্সায় পাশাপাশি
সেদিনই প্রথম নিজের ভেতর থেকে নিজেকে বের করে আনা
চেতন অবচেতনে সেদিনই বালক থেকে প্রথম পুরুষ হয়ে ওঠা
আর ভালোলাগা পুড়ে পুড়ে প্রেম হওয়া ক্ষণে
সেই-ই প্রথম দু’জনায় কাছাকাছি!

দুরন্ত বাতাস মিথিলার অবাধ্য চুল আমার দিকে ঠেলে দিয়ে হাসছিলো
আমার আর ওর শরীর ছুঁয়ে যাওয়া মাতাল সমীর
উষ্ণতর এক কাঁপন হয়ে আমায় গ্রাস করছিলো
আর আমি ভেসে যাচ্ছিলাম ফেনা হয়ে, ওর নি:শ্বাসের ছোঁয়ায়!

অনেক দিন, অনেকগুলো ঘন্টা
একত্রে কাটিয়েছিলাম আমি মিথিলার সাথে
হ্যা! ওটাই নাম ছিল তার
বলেছি বোধহয় আগেও একবার।
শীত, গ্রীষ্ম, বসন্ত আর ভরা বাদলের দিনে
ভেজা শালবনের ভেতর দিয়ে অনেক দূরে চলে যেতাম দু’জনে!

যেদিন ওর অসুখ থাকতো
কিংবা কোনো কারণে দেখা হতো না আমাদের
বড্ড মরে যেতে ইচ্ছে করতো সেদিন
বারবার ওকে দেখতে ইচ্ছে হতো!
ওর চলার পথগুলিতে তখন হেঁটে বেড়াতাম আমি পাগলের মতো
মিথিলার ঘ্রাণ অনুভব করতে চাইতাম পথের বুকে, আকাশে-বাতাসে, মাটির সোঁদা গন্ধে!

সেই মিথিলাকে শেষবার দেখি এক আলোকোজ্জ্বল রাতে
অপ্সরী সেজেছিল সে!
দেখেছিলেম তাকে সানাইয়ের সুরে সুরে চলে যেতে
একবারও পিছু ফিরে তাকালো না সে আমার দিকে!

মিথিলারা কখনো পিছু ফিরে তাকায় না!
মিথিলারা কখনোই কারো হয় না।।
______________________

.
মিথিলা কারোর নয়। গ্রন্থ : শেষ তৈলচিত্র।

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

8 thoughts on “মিথিলা কারোর নয়

  1. "মিথিলারা কখনো পিছু ফিরে তাকায় না!
    মিথিলারা কখনোই কারো হয় না।।"

     

    অনুভবগুলো এমনি হয় হয়তো। ভালো লিখেছেন । এটি আগেও পড়েছি মনে হয়।       

  2. জীবন কাব্য। অসাধারণ প্রকাশ মি. আল মামুন। মুগ্ধতা জানালাম। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. দীর্ঘ কবিতা। আপনার এই লেখাটি আমার আগে সম্ভবত পড়া হয়নি। দারুণ।
    শুভেচ্ছা কবি এবং গল্পকার আল মামুন ভাই। :)

  4. দুরন্ত বাতাস মিথিলার অবাধ্য চুল আমার দিকে ঠেলে দিয়ে হাসছিলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. চেতন অবচেতনে সেদিনই বালক থেকে প্রথম পুরুষ হয়ে ওঠা
    আর ভালোলাগা পুড়ে পুড়ে প্রেম হওয়া ক্ষণে
    সেই-ই প্রথম দু’জনায় কাছাকাছি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. মিথিলারা কখনো পিছু ফিরে তাকায় না!
    মিথিলারা কখনোই কারো হয় না।।

     

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_negative.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_negative.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।