নিয়তির ঘর

gorbanga_gor

সেদিন রাতের নিরব কান্নাছিল
সান্ত্বনার মিষ্টি রস শুধু কষ্টবর হলো-
তবুও সকাল কাঁদে দুপুর কাঁদে
কাঁদে না নিয়তির সত্যটুকুর কুল !

কুলের লাঙ্গল চাষে হয়েছে বিনষ্ট
ফসলী জমির শস্য করেছে পিষ্ট-
হাহাকার আর নিরব কান্না চাই না,
চাই না আঁধারযাত্রীর একমুঠো যন্ত্রনা।

সকাল আসে দুপুর আসে -আসে রাত
তবুও নিয়তির বাঁধাঘর হয় না শান্ত।
৩১/০১/১৭
======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “নিয়তির ঘর

  1. বেশ সুন্দর হয়েছে। স্বতন্ত্র ধারার লিখা চমৎকার হয়েছে মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. নিয়তির বাঁধাঘর শান্ত হোক; এই কমনা এবং প্রিয় লেখকের প্রতি শুভেচ্ছা রইল।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।