বাউলা নদ

1469874073
নীল আকাশের চোখে কালোমেঘের জল
ধূসর মাটির বুকে ক্ষতবিক্ষত করেছে নদ !
নদের কষ্টগুলো জেগেছে ধু ধু বেনুপুর চর;
চৈত্রের খরা পুহানোর চরণছায়া পরে না কেউ-

সমস্ত উদ্ভিন্ন প্রেমের যৌবন হয়েছে বাউল;
স্বর্ণ শহর গড়েছে অট্রহাসির অন্দরমহল-
আর মাটির বুকে ঈশ্বর দিয়েছে আঁকাবাঁকা
শিল্পের কারুকাজ্যে মুখরিত এক বাউলা নদ ।

০২/০২/১৭
———-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “বাউলা নদ

  1. সমস্ত উদ্ভিন্ন প্রেমের যৌবন হয়েছে বাউল;
    স্বর্ণ শহর গড়েছে অট্রহাসির অন্দরমহল-
    আর মাটির বুকে ঈশ্বর দিয়েছে আঁকাবাঁকা
    শিল্পের কারুকাজ্যে মুখরিত এক বাউলা নদ ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. সমস্ত উদ্ভিন্ন প্রেমের যৌবন হয়েছে বাউল;
    স্বর্ণ শহর গড়েছে অট্রহাসির অন্দরমহল-
    আর মাটির বুকে ঈশ্বর দিয়েছে আঁকাবাঁকা
    শিল্পের কারুকাজ্যে মুখরিত এক বাউলা নদ ।

    দারুণ

মন্তব্য প্রধান বন্ধ আছে।