শত্রু সর্বনাশ

12166947_1696590420554035_1786654533_n

দৃষ্টির সীমানা কিংবা কল্পনার আরাধনা -যায় বলি না কেনো
শুধু ফুল ফল ,পশু পাখি, শস্য শ্যামল ,মাটি জল-আকাশ বাতাস
বলো ! আর কি আছে বাঁকি সমস্ত কিছু যে তোমার বন্ধু -বন্ধু !
ভাবতে পারো, তোমার বায়োস্কোপের দৃশ্যপটে কে শত্রু ?

ভাবছো তুমি -কুকুর বিড়াল কিংবা বাঘ অথবা হিংস্র কোন প্রাণী
একটু রাগে একটু সুযোগের ফাঁকে -ভাবছো বসে চুপি চুপি-
জ্ঞানের পরশ বুনানো পাশের মামুনটি ? ভাবছো শত্রু আর শত্রু।

সবিই যে তোমার জন্য ক্ষুধা লাগলে খাদ্য খাও
গরম লাগলে বাতাস পাও হিমশীতল বৃষ্টি পাও
তাহলে বলো দেখি -বলো – কে শত্রু – শত্রু কে ?

বলতে নারাজ দাও ফাঁকি- হাত পা মুখ চোখ ঠোঁট আর কণ্ঠনালী
সমস্ত যে শত্রু তোমার -ভাবতে বসে চুল খাওনো দেখ সোনালী-
দেহের অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা ক্ষতবিক্ষত করো- তবে শত্রু হবে
না বন্ধু হবে বলো ! ভাবতে পারো নিজের বোধে করছো-
শত্রু সর্বনাশ।
০৪/০২/১৭
=====

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

9 thoughts on “শত্রু সর্বনাশ

  1. দক্ষ হাতের কবিতা। শুভেচ্ছা মি. সরকার।
    জানতে চাচ্ছি লিখাটি কি আপনার প্রকাশিত গ্রন্থের কবিতা ?

    1. জ্বি না মুরুব্বী দা
      গতকাল লেখেছি – কোন সমস্যা থাকলে বলেন

  2. বলতে নারাজ দাও ফাঁকি- হাত পা মুখ চোখ ঠোঁট আর কণ্ঠনালী
    সমস্ত যে শত্রু তোমার -ভাবতে বসে চুল খাওনো দেখ সোনালী-
    দেহের অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা ক্ষতবিক্ষত করো- তবে শত্রু হবে
    না বন্ধু হবে বলো ! ভাবতে পারো নিজের বোধে করছো-
    শত্রু সর্বনাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. সবিই যে তোমার জন্য ক্ষুধা লাগলে খাদ্য খাও
    গরম লাগলে বাতাস পাও হিমশীতল বৃষ্টি পাও
    তাহলে বলো দেখি -বলো – কে শত্রু – শত্রু কে ?

    সার্বজনীন ভাবনাগুলি কবিতায় দেখতে পেয়ে বেশ লাগল।
    শুভ কামনা সব সময়।

    1. জ্বি মালেক দা
      হুট করে মাথায় এসেছে শত্রু
      ভাল থাকুন————

  4. বলতে নারাজ দাও ফাঁকি- হাত পা মুখ চোখ ঠোঁট আর কণ্ঠনালী
    একদম –
    ওই যে বলে নিজেকে জানার – নো দাইসেলফ –
    ভালো লেগেছে । শুভকামনা –

মন্তব্য প্রধান বন্ধ আছে।