তারছিড়া ঘর

ঘরের বোধসন্দির বয়সটা -দশ বছর চলছে !
বিদ্যুৎ নেই -সূর্যের আলোই সংসার চলার পথে;
মাঝে মাঝে আলোর ঝিলকিনীর ভীষণ প্রয়োজন হয়,
কিন্তু স্যুইটা টিপলেই তার ছিড়ে যায় –

খুব রাগে বলি তখন -তারটা সোজা করে দাও
তার জন্য তেলাপেকার মারের ঝারি খায় !

এ বার ভেবে রেখেছি সত্যিই-
ঘরের দেওয়ালগুলোতে জোনাকির তার লাগাব,
আর তার ছিড়বে না -তার ছিড়া বলবে না !
ঘরের মাঝে বিআবি তারের হবে বসবাস ঘর।
১৬/০২/১৭
======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

11 thoughts on “তারছিড়া ঘর

  1. বিদ্যুৎ নেই -সূর্যের আলোই সংসার চলার পথে;
    মাঝে মাঝে আলোর ঝিলকিনীর ভীষণ প্রয়োজন হয়,
    কিন্তু স্যুইটা টিপলেই তার ছিড়ে যায় – https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি মুরুব্বী দা সুখ তো https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifজোনাকির তারের সাথে বিরাজমান
      ভাল থাকুন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।