ঘরের বোধসন্দির বয়সটা -দশ বছর চলছে !
বিদ্যুৎ নেই -সূর্যের আলোই সংসার চলার পথে;
মাঝে মাঝে আলোর ঝিলকিনীর ভীষণ প্রয়োজন হয়,
কিন্তু স্যুইটা টিপলেই তার ছিড়ে যায় –
খুব রাগে বলি তখন -তারটা সোজা করে দাও
তার জন্য তেলাপেকার মারের ঝারি খায় !
এ বার ভেবে রেখেছি সত্যিই-
ঘরের দেওয়ালগুলোতে জোনাকির তার লাগাব,
আর তার ছিড়বে না -তার ছিড়া বলবে না !
ঘরের মাঝে বিআবি তারের হবে বসবাস ঘর।
১৬/০২/১৭
======
খুব রাগে বলি তখন -তারটা সোজা করে দাও
তার জন্য তেলাপেকার মারের ঝারি খায় !
দাউদুল দা অশেষ ধন্যবাদ
বিদ্যুৎ নেই -সূর্যের আলোই সংসার চলার পথে;
মাঝে মাঝে আলোর ঝিলকিনীর ভীষণ প্রয়োজন হয়,
কিন্তু স্যুইটা টিপলেই তার ছিড়ে যায় –
জ্বি মামুন দা অসংখ্যা ধন্যবাদ
সংসার হোক সুখের। সুখ বিরাজ জগত সংসারে। শুভেচ্ছা কবি।
জ্বি মুরুব্বী দা সুখ তো
জোনাকির তারের সাথে বিরাজমান
ভাল থাকুন———–
ধন্যবাদ।