বেহালার পুরাতন সুর

সেই অজোগাঁয়ের বন্ধুর সাথে দেখা হলো
এস এমই মেলা ছুঁয়ে – ছুঁয়ে-
হঠাৎ করে চামেলী ফুলের খবরটা ঠিকি নিলো-
কিন্তু চামেলী ফুলের
প্রণয় ভরা গন্ধের কথাটা ! নিঃচুপ বেহালার
তুলা সুরের মতো শুনালো না ;
এখানেই শুধু স্মৃতির পিউনোটার তাল লয় শুরু হলো–
বন্ধুর অজোপাড়া গা সেকি আর জানলো
আর বুঝলো
ততোপর সেই মিশরীয় পিরামিট হয়ে গেলা
সমস্ত ধ্যানধারণা-
কারণ দু’চোখের আরালে শুধু আকাশটা নীল
যমুনার পাশে কাশবন
বন্ধু আমার অজোগাঁয়ে রয়ে গেলো
ঠিক গ্রোয়নবাধের বুকে সারি সারি বাধ আর বাধ
ঐ শাহাপাড়ার পুজফুলের ধূসর গন্ধ।

২০/০৩/১৭
=======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “বেহালার পুরাতন সুর

  1. শুভেচ্ছা জানবেন প্রিয় কবি মি. সরকার।
    আপনার লিখায় নতুন বোধ এবং নতুন কিছু শব্দ শেখার সুযোগ থাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।