জলশুকনো মাঠ,ভবনতরী চলছে- উইপোকার খাত
তবুও মাঝে মাঝে ইচ্ছে হয় খুব- ভুবনচিল হতে !
মাথার হিমালয় চোখে সুন্দরবনের দৃষ্টিপাত-
একটুকুও ভাবতে ভুল হয় না সকাল সন্ধ্যা রাত।
কোন ভবনে পাই গো ছুঁয়ে যেতে -ভুবনচিল হাতে
শুধু কি আর জলশুকানো মাঠ নাই -যমুনার ঘাট !
উইপোকারা মরছে তাই -গেওয়া সুন্দরী চন্দনকাঠ তলায়
তারপরও ভুবনচিলের ডানাখানা, কথায় পাই ঠিকানা।
ঠিকানা গাঁয়ে শুনো যদি আঁধারে জোছনাপুড়া গন্ধ-
মনানন্দে ভেবেনিয় হয়েগেছি দূরে কিংবা কাছের ভুবনচিল ।
২১/০৩/১৭
—–০—–
শুভকামনা প্রিয় কবি মি. আলমগীর।
এটা সত্য যে, আপনার লিখায় নতুন শব্দের দেখা পাই। ধন্যবাদ।
(লিখা প্রকাশের আগে দেখে নেয়া ভালো অক্ষরগুলো ঠিক আছে কিনা)