ভুবনচিল

জলশুকনো মাঠ,ভবনতরী চলছে- উইপোকার খাত
তবুও মাঝে মাঝে ইচ্ছে হয় খুব- ভুবনচিল হতে !
মাথার হিমালয় চোখে সুন্দরবনের দৃষ্টিপাত-
একটুকুও ভাবতে ভুল হয় না সকাল সন্ধ্যা রাত।

কোন ভবনে পাই গো ছুঁয়ে যেতে -ভুবনচিল হাতে
শুধু কি আর জলশুকানো মাঠ নাই -যমুনার ঘাট !
উইপোকারা মরছে তাই -গেওয়া সুন্দরী চন্দনকাঠ তলায়
তারপরও ভুবনচিলের ডানাখানা, কথায় পাই ঠিকানা।

ঠিকানা গাঁয়ে শুনো যদি আঁধারে জোছনাপুড়া গন্ধ-
মনানন্দে ভেবেনিয় হয়েগেছি দূরে কিংবা কাছের ভুবনচিল ।

২১/০৩/১৭
—–০—–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “ভুবনচিল

  1. শুভকামনা প্রিয় কবি মি. আলমগীর।
    এটা সত্য যে, আপনার লিখায় নতুন শব্দের দেখা পাই। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    (লিখা প্রকাশের আগে দেখে নেয়া ভালো অক্ষরগুলো ঠিক আছে কিনা)

মন্তব্য প্রধান বন্ধ আছে।