সরিষার চাষি হবো

বলো না ! কার তেলের সরিষা চাষ করবো
চিকেন ফ্যায় ভাজার মতো- ভেবে পাচ্ছি না-
কার তৃষ্ণা মিটানোর জন্য ডাবগাছ হবো
ভেঙ্গেছে তো কুঁশেল খাওয়ার ভূমি- ঐ যমুনা;

কার ঝলকানি জ্ঞানের, চাঁদের বুড়ি হবো আড়ি
সবিই দেখছি অভয়ারণ্যের বুকে সবুজের চাষি!
কার বাগানের ফুল হবো কার হবো সরিষা ক্ষেত?
ভাবনাগুলো নিজের কাছে মানবধর্ম শূন্যই মারছে বেত।

বলো না -তোরা ! কার সরিষা চাষ করে হবো ধন্য-
বিবেকবোধ বোঝে না শুধু পশু জ্ঞানে গন্য।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “সরিষার চাষি হবো

  1. বলো না -তোরা ! কার সরিষা চাষ করে হবো ধন্য-
    বিবেকবোধ বোঝে না শুধু পশু জ্ঞানে গন্য।

    ___ মূল্যবান কথা। শুভেচ্ছা রইলো প্রিয় কবি মি. সরকার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।