ভয়চিকন আনাড়ি

বিভীষিকার অপর নাম বুঝি পথের পাঁচালি
পথ বাহিয়ে শূন্যের মাঝে ভয়চিকন আনাড়ি-
ভামবিড়াল ভাইরাসে অসুস্থ দেহভুমি জানি
কে দেখাবে কে শুনাবে শুদ্ধাচারে রক্তপানি !

স্বার্থের রথ করেছো আকাশ পাতাল হিমালয় সম
প্রজন্মরা কি শিখবে কি নিবে কণ্ঠভরা রক্তবর্ণ মম
দু’চোখে শুধু স্বপ্ন ফুটানো রঙিন বাগিচার ফুল-
ভবিষ্যৎ দেখো নৈসর্গিক সন্ধ্যামালতির দুল।

কুলের মাঝে দুলের ভুল আমায় সাজাও আনাড়ি-
ভাবের সাজে রসের ঝর্ণা ধারায় করছে আড়ি !
আমায় দিয়েছো সন্ধ্যামালতির একখানা বাগান বাড়ি-
ভেবে দেখো না কে -আমি না তুমি প্রেমময় আনাড়ি ?

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “ভয়চিকন আনাড়ি

  1. “কুলের মাঝে দুলের ভুল আমায় সাজাও আনাড়ি-
    ভাবের সাজে রসের ঝর্ণা ধারায় করছে আড়ি !”

    সালাম জানবেন দাদা। কবিতা অনেক সুন্দর হয়েছে! যদিও একটু জটিল প্রকৃতির তবু মৈথুন করলে পাওয়া যাবে অনন্ত সুখ!

    শুভ কামনা সর্বদা…

  2. প্রচ্ছদ এবং লিখা দুটোই সুন্দর প্রিয় কবি মি. সরকার। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. কবিতা সাথে ছবি, ভালো লাগল। অাগের চেয়ে কবিতা অনেক ভালো হচ্ছে

মন্তব্য প্রধান বন্ধ আছে।