আবার আসুক আনন্দের অনাচর

যে সময় চলে গেলো ঠিক কুকের মতো
তার ক্ষতচিহ্ন পরবে মনে ঠিক বৈশাখীর মতো!
কত ক্ষণ আসে যায় -তবুও কাছে ডাকবে না
কাছে আসবে না শুধু আনন্দ উৎসবের রঙমাখা যত।

হয় তো অনাদি ঋণ সুদ হয়েছে ক্ষীণ অগোচরে-
তাই বলে কি অগ্নিশিখা জ্বলবে এতটুকু স্বার্থপরে;
সময় তো ঠিকি আছে ঠিকি চলছে সেকেন্ড, মিনিট, ঘন্টা-
তবে বদলে যায় কেনো ধূসর ধবল কালসা
এই পঞ্চম ইন্দ্রিয় রঙের রাঙা মনটা;

এভাবেই ফিরে আসুক বার বার বৈশাখিগোচর –
হয়ে যাক না আনন্দের সম্পূর্ণ অনাচর।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “আবার আসুক আনন্দের অনাচর

  1. সময় তো ঠিকি আছে ঠিকি চলছে সেকেন্ড, মিনিট, ঘন্টা-
    তবে বদলে যায় কেনো ধূসর ধবল কালসা
    এই পঞ্চম ইন্দ্রিয় রঙের রাঙা মনটা;

    তারপরও অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।