মাঝে মাঝে আকাশকে চিনতে যাই
আর অঝোর ধারায় নোনা বৃষ্টি হয়-
হু সবুজ অরণ্যকে যখন বুঝতে যাই
আফসোস আর হাহাকার দু’নয়নে পাই!
ঐ যমুনার কাছে খুব যেতে ইচ্ছা হয়
কিন্তু বেরঙের ঢেউয়ে বাঁধার সম্মুখ হই-
চরের বালু মিশ্রণে উত্তাপে পুড়ে যাই;
এটাই তো জীবন চুলা খই ভাজা ছাই
কি দেখবো কি ভাববো শুধু জরাজীর্ণ
এ সমাধির নৈঃশব্দের গায়ে জলপূর্ণ।
1 thought on “জলপূর্ণ ঢেউ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
‘কি দেখবো কি ভাববো শুধু জরাজীর্ণ
এ সমাধির নৈঃশব্দের গায়ে জলপূর্ণ।’
ভালো লিখেছেন প্রিয় কবি মি. সরকার। শুভ সকাল।