জলপূর্ণ ঢেউ

মাঝে মাঝে আকাশকে চিনতে যাই
আর অঝোর ধারায় নোনা বৃষ্টি হয়-
হু সবুজ অরণ্যকে যখন বুঝতে যাই
আফসোস আর হাহাকার দু’নয়নে পাই!
ঐ যমুনার কাছে খুব যেতে ইচ্ছা হয়
কিন্তু বেরঙের ঢেউয়ে বাঁধার সম্মুখ হই-
চরের বালু মিশ্রণে উত্তাপে পুড়ে যাই;
এটাই তো জীবন চুলা খই ভাজা ছাই
কি দেখবো কি ভাববো শুধু জরাজীর্ণ
এ সমাধির নৈঃশব্দের গায়ে জলপূর্ণ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “জলপূর্ণ ঢেউ

  1. ‘কি দেখবো কি ভাববো শুধু জরাজীর্ণ
    এ সমাধির নৈঃশব্দের গায়ে জলপূর্ণ।’

    ভালো লিখেছেন প্রিয় কবি মি. সরকার। শুভ সকাল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।