শুধুই শ্রমিক

ধান পেকেছে -পুকুর ভরেছে
কত না মাছ দিয়েছে সাঁতার-
আমজনতারা তৌওরা জালে
খেও মেরেছে -সকালে কি বিকালে!
তাতে কি শ্রমদিবো –ঘাম ঝরাবো
পুশকুনির পারে শানবাঁধা বাঁধ বাঁধবো-
তবুও মূল দিবে না -দাম দিবে না
কারণ শ্রমিক খাটনিতে খাটবো
ওরা তো খাইবে দুধমাখা ভাতে সর-
কে ধরবে গলাচাপে বরের উপর ধর

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “শুধুই শ্রমিক

  1. আপনার লিখার অন্যতম আকর্ষণীয় একটি দিক হচ্ছে
    লিখায় আমাদের দেশের গ্রাম বাংলার চিত্র ফুটে উঠে। অনন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।