ধান পেকেছে -পুকুর ভরেছে
কত না মাছ দিয়েছে সাঁতার-
আমজনতারা তৌওরা জালে
খেও মেরেছে -সকালে কি বিকালে!
তাতে কি শ্রমদিবো –ঘাম ঝরাবো
পুশকুনির পারে শানবাঁধা বাঁধ বাঁধবো-
তবুও মূল দিবে না -দাম দিবে না
কারণ শ্রমিক খাটনিতে খাটবো
ওরা তো খাইবে দুধমাখা ভাতে সর-
কে ধরবে গলাচাপে বরের উপর ধর
1 thought on “শুধুই শ্রমিক”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আপনার লিখার অন্যতম আকর্ষণীয় একটি দিক হচ্ছে
লিখায় আমাদের দেশের গ্রাম বাংলার চিত্র ফুটে উঠে। অনন্য।