শুধু সংশয়

শুধু সংশয়

দুর্ভিক্ষ আর ভয় এ বৃন্দাবনে
নিঠুর দ্বিধাদ্বন্দ্বে হচ্ছে ক্ষয়-
তবুও পিছুলোকে কিছু কয় !
একগলা সত সাহসের পরাজয়।
অবোঝ চাতক পাখিরা সুখের
বাসায় বসে সবভুলার গান গায়-
চিনা সুরে কবিতা আবৃত্তি করতে
পারি না- আঘাতে খণ্ড খণ্ড ভবে
ভেঙ্গে যায় সঞ্চীয়ত একখুঁটি প্রণয়-
তবুও ঠোঁটের আড়ালে সংশয়।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “শুধু সংশয়

  1. জীবনে তবুও সংশয় থেকে যায়। সংশয় দীর্ঘস্থায়ী হলে জটিলতা বাড়ে।
    শুভ সকাল প্রিয় কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।