শুকনো বকুলমালা

শুকনো বকুলমালা

আকাশে মেঘ ধূসর কালো
ওরা আছে অনেক ভাল-
ছিন্ন পাতায় শুকনো ঘুড়ি!
স্মৃতির মনে নাই উড়ি- উড়ি!

মৃত্তিকার পরশ জুড়ে ঘাসফড়িংর
রঙিন ডানা মেলে যেদিন-
স্বীকৃতির কবির দলে ভারি হবে
আসমান জমিন নোনা জলে মলিন।

স্মৃতির মনে নাই কায়া উড়ি- উড়ি-
ছিন্ন পাতায় শুকনো ঘুড়ি
ভিজাবে মেঠোধূলির ঘাস মাটি
প্রণয়ের বকুলমালা এখানে খাঁটি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “শুকনো বকুলমালা

  1. মৃত্তিকার পরশ জুড়ে ঘাসফড়িংর
    রঙিন ডানা মেলে যেদিন-
    স্বীকৃতির কবির দলে ভারি হবে
    আসমান জমিন নোনা জলে মলিন।

    ____ কবিতায় দারুণ বলেছেন বাউল কবি মি. সরকার। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।