কবিতার দৃশ্য

কবিতার দৃশ্য

এই কবি কত বর্ণমালার চাও সুল
ঐ দেখো কৃষ্ণচূড়া রাঙা রাঙা ফুল
কবিতা হবে প্রতিটি শূন্য শাখায় দৃশ্যমূল!
তাতেই কবির ভেসে যায়- ভিজা কুল।

এ যে বর্ণ চূড়ার একগলা প্রণয়-
বুঝলো না ঐ চর যমুনার সই
সুখের অহংকার শুধু গায়ে লয়
আকাশ তারায় স্মৃতিরা দৃশ্যময়।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “কবিতার দৃশ্য

  1. শব্দ মিলের লিখা গুলোকে আমি ভিন্ন দৃষ্টির সম্মান দিই।
    ভালো লাগে এমন লিখা। অভিনন্দন বাউল কবি মি. সরকার। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।