জলাবদ্ধ মন
বৃষ্টি পারে বন্ধ জীবন
ধরে রাখতে-
উষ্ণতা চায় শীতল গায়ে
ভিজে যাইতে;
আয় বৃষ্টি আয় জুরে
গড়বো নতুন কিছুর সৃষ্টি!
বৃষ্টি তুই আইল খুঁজিস
গরে যাওয়ার জন্য
খসে যায় কাদামাটির স্বপ্ন-
আয় বৃষ্টি আয় জুড়ে
ছুটে যাই দক্ষিণা জানালায়-
যত স্মৃতি ভেসে যায়
তোর শীতল ভেজা জলে-
দিবালয়ে একমেন কাঁদায়।
ভাল লাগল। শুভেচ্ছা, কবি।
মনে হয় পুরো জীবনটাই জলাবদ্ধতায় কাটছে। শুভেচ্ছা রইলো।