জলাবদ্ধ মন

জলাবদ্ধ মন

বৃষ্টি পারে বন্ধ জীবন
ধরে রাখতে-
উষ্ণতা চায় শীতল গায়ে
ভিজে যাইতে;

আয় বৃষ্টি আয় জুরে
গড়বো নতুন কিছুর সৃষ্টি!
বৃষ্টি তুই আইল খুঁজিস
গরে যাওয়ার জন্য
খসে যায় কাদামাটির স্বপ্ন-

আয় বৃষ্টি আয় জুড়ে
ছুটে যাই দক্ষিণা জানালায়-
যত স্মৃতি ভেসে যায়
তোর শীতল ভেজা জলে-
দিবালয়ে একমেন কাঁদায়।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “জলাবদ্ধ মন

  1. মনে হয় পুরো জীবনটাই জলাবদ্ধতায় কাটছে। শুভেচ্ছা রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।