সমগ্র অপেক্ষার উচ্ছাস
সমগ্র আকাশ আপেক্ষা করছে
সাদা মেঘ তার বুকে ছড়াবে বলে-
রঙধনু রঙে ছবি আঁকছে!
তারপর এ মৃত্তিকায় রঙ্গরূপ যেন-
ছুঁয়ে যাবে, শুধু এক ক্ষণিকে;
ঐ যে রঙিন ঘাসফুল দুলছে।
জল অথৈ অথৈ পুকুর মাঝে-
জোয়ার ভাটা খেলছে, হঠাৎ
কখন বনোহাঁস সাঁতার কাটবে;
বাগানের টুকটুকে লাল গোলাপের
গন্ধসুবাস ! পাপড়ির অভয় তলে
লুকে রাখছে- অতঃপর সমগ্র উচ্ছাসের
দৃষ্টিগোচর রাঙিয়ে যাচ্ছে -সে আসবে বলে!
আর অপেক্ষার বাঁধ বার বার ভাঙ্গছে।
অতীত স্মৃতিই বলি আর সমসাময়িক ভাবনার প্রকাশ বলি লিখাটি স্বতন্ত্র।
