মানুষ ভাব
ওহে পশুর রাণী বুচি সুচি
মানুষ কে মানুষ ভাবো-
তোমার মতো পশু নয় !
তুমি যেমন চারবেলা খাদ্য খাও-
রাখাইন রোহিঙ্গা কে মানুষ
ভেবে সমস্ত অধিকার দাও।
নইলে তোমার রক্ষা নাই-
বিশ্ববাসী মুগলি হয়েছে তাই;
তুমি বিবেক ধর্মের কাছে দায়?
শুধু রোহিঙ্গা কে মানুষ ভাবো
রাজ্যের বুকে শান্তি যাক লুটাই!
মরে গেলে হবে মৃত্তিকা ছাই।
রোহিঙ্গাদের তাদের দেশের নাগরিক অধিকার পুনরুদ্ধার হোক এটাই প্রত্যাশা।