মানুষ ভাব

মানুষ ভাব

ওহে পশুর রাণী বুচি সুচি
মানুষ কে মানুষ ভাবো-
তোমার মতো পশু নয় !

তুমি যেমন চারবেলা খাদ্য খাও-
রাখাইন রোহিঙ্গা কে মানুষ
ভেবে সমস্ত অধিকার দাও।

নইলে তোমার রক্ষা নাই-
বিশ্ববাসী মুগলি হয়েছে তাই;
তুমি বিবেক ধর্মের কাছে দায়?

শুধু রোহিঙ্গা কে মানুষ ভাবো
রাজ্যের বুকে শান্তি যাক লুটাই!
মরে গেলে হবে মৃত্তিকা ছাই।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “মানুষ ভাব

  1. রোহিঙ্গাদের তাদের দেশের নাগরিক অধিকার পুনরুদ্ধার হোক এটাই প্রত্যাশা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।