জীবনের কীবোর্ড
ভাবতে বসে কীবোর্ডের
বর্ণগুলি উল্টে যায়
দৃশ্য বাঁকে পুকুরের জল
শুকিয়ে চর হয়-
এ কোন জীবনের
অভিশাপের সংসার
কোন ধরনীর মহাকাব্য
হচ্ছে সমাচার !
প্রশ্ন মুখে এক পূর্ণিমা
রাতের পলয় সাগর
চরের বালুতে মাখা
নাকি পলি খরবর-
তবুও জীবনদশা
চলছে দেখি কীবোর্ড
বল শক্তি ক্ষমতার-
পাচ্ছে নরভর।
ভালো লিখেছেন প্রিয় বাউল কবি মি. সরকার।
শুভেচ্ছা…