জীবনের কীবোর্ড

জীবনের কীবোর্ড

ভাবতে বসে কীবোর্ডের
বর্ণগুলি উল্টে যায়
দৃশ্য বাঁকে পুকুরের জল
শুকিয়ে চর হয়-
এ কোন জীবনের
অভিশাপের সংসার
কোন ধরনীর মহাকাব্য
হচ্ছে সমাচার !

প্রশ্ন মুখে এক পূর্ণিমা
রাতের পলয় সাগর
চরের বালুতে মাখা
নাকি পলি খরবর-
তবুও জীবনদশা
চলছে দেখি কীবোর্ড
বল শক্তি ক্ষমতার-
পাচ্ছে নরভর।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “জীবনের কীবোর্ড

মন্তব্য প্রধান বন্ধ আছে।