সর্বহারা পরগাছা

সর্বহারা পরগাছা

পরগাছার বুকে অাগাছা করে কিলবিল
ছায়ার ভিতরে ঝর্ণা দিচ্ছে জলের ঝিলমিল-
দু’য়ে মিলে সর্বহারা- প্রেমেই খেলে ইলবিল;

পোড়া নামের গন্ধ জ্বালাও মন মন্দিরে অনল-
মায়া নামের কষ্ট অদূরে দিছো অনর্গল-
তাই কি আর পরগাছা ছাড়ে অগাছার ভয়
ভয়েই জয় -ক্ষয়েই রয় প্রেম স্থলে খালবিল;

ঝিলের পারে শেওলাও ভাল- তার চেয়ে আরও
ভাল- সাগর নীলে গাঙচিল- আকাশ নীলে শঙ্খচিল
দু’য়ে মিলে সর্বহারা- প্রেমেই খেলে ইলবিল।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “সর্বহারা পরগাছা

  1. ভয়েই জয় -ক্ষয়েই রয় প্রেম স্থলে খালবিল। সুন্দর উক্তি প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।