কঞ্চি আঘাত
সলুকপুড়া গন্ধক ছড়ার গায়ে কঞ্চির শত আঘাত-
কঞ্চির বাগানে উৎ পেতে আছে- আঁধার করা রাতের শুধু ফাঁদ-
তবুও এ গায়ে লেগে আছে পূর্বালি বাতায়ন, শীতল কাটার আচ;
ফুরিয়ে যাচ্ছে গন্ধ সুবাস মন মাতাল বন্ধরে উপঢৌকন দেহখাঁচি-
হায় কঞ্চি ! মাটির জাংলা ছাঁদ বানানোর হয়ে থাকো আটি;
অপেক্ষায় যত পূণ্যখাঁটি -আর কত আঘাত, নির্দয় কঞ্চি।
লিখায় নতুনত্ব আছে প্রিয় বাউল কবি মি. সরকার।
ভালো লাগলো।