কঞ্চি আঘাত

কঞ্চি আঘাত

সলুকপুড়া গন্ধক ছড়ার গায়ে কঞ্চির শত আঘাত-
কঞ্চির বাগানে উৎ পেতে আছে- আঁধার করা রাতের শুধু ফাঁদ-
তবুও এ গায়ে লেগে আছে পূর্বালি বাতায়ন, শীতল কাটার আচ;

ফুরিয়ে যাচ্ছে গন্ধ সুবাস মন মাতাল বন্ধরে উপঢৌকন দেহখাঁচি-
হায় কঞ্চি ! মাটির জাংলা ছাঁদ বানানোর হয়ে থাকো আটি;
অপেক্ষায় যত পূণ্যখাঁটি -আর কত আঘাত, নির্দয় কঞ্চি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “কঞ্চি আঘাত

মন্তব্য প্রধান বন্ধ আছে।