স্বকর্ম ভাবনা

স্বকর্ম ভাবনা

দেহ দেখো দেহ ধরো
মনের খবর মনেই লয়
নিজের দেহ মনের খবর কেন রাখো না

বেশ তো অন্যের ভাবনা নিজেই ভাবো
আপন ভাবনা ভাবো না
পরনিন্দা অন্য কে বলো পূণ্য কাজে চলতে বলো
স্বনিন্দা বল না পূন্য পথে চল না!

আপরের সন্দেহের দণ্ডকথা গুনগুনাও
শুধু নিজের সন্দেহ কথা ফুরফুরাও না-
এভাবে ময়লা জমে শ্যাওলা গায়ে, ইউপোকা বাসা বাঁধে
তুমি ছাড়া আর কেউ দেখে না -জানে না।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “স্বকর্ম ভাবনা

  1. সুন্দর কবিতা প্রিয় বাউল কবি মি. সরকার। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।