নবস্বপ্নদেখার লালফুল

নবস্বপ্নদেখার লালফুল //

নবউদ্দামে চাষ করব,লাল বাগানের ফুল!
গন্ধ সুবাস নিতে এসো নববর্ষের দিনকুল-
তবু্ও ভুলে যেতে কষ্ট হয় স্মৃতির বুলবুল;
নীল চরের মাঝে রোজ রাঙিয়ে দিব বকুল,
আবার একটা মালা সাজাবে সুবাস ভরপুর-

ক্লান্তি বিষাদের ক্ষণে কিছুটা হল তৃপ্তি দিয়-
এই নবউদ্দাম চাষের ফসল ভরা মধ্যদুপুর-
বলো! বিদ্বেষী গাঁয়ে লাগিয়ে দিবে লাল ফুলেল সুর
অতীতে স্বপ্নদেখেছি তেমনী আজকেও দেখি স্বপ্ন
নবলাল বাগানের ফুল, ফুটে তুলো গন্ধ সুরাসুর।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “নবস্বপ্নদেখার লালফুল

  1. 'আজকেও দেখি স্বপ্ন
    নবলাল বাগানের ফুল, ফুটে তুলো গন্ধ সুরাসুর।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।