নবস্বপ্নদেখার লালফুল //
নবউদ্দামে চাষ করব,লাল বাগানের ফুল!
গন্ধ সুবাস নিতে এসো নববর্ষের দিনকুল-
তবু্ও ভুলে যেতে কষ্ট হয় স্মৃতির বুলবুল;
নীল চরের মাঝে রোজ রাঙিয়ে দিব বকুল,
আবার একটা মালা সাজাবে সুবাস ভরপুর-
ক্লান্তি বিষাদের ক্ষণে কিছুটা হল তৃপ্তি দিয়-
এই নবউদ্দাম চাষের ফসল ভরা মধ্যদুপুর-
বলো! বিদ্বেষী গাঁয়ে লাগিয়ে দিবে লাল ফুলেল সুর
অতীতে স্বপ্নদেখেছি তেমনী আজকেও দেখি স্বপ্ন
নবলাল বাগানের ফুল, ফুটে তুলো গন্ধ সুরাসুর।
'আজকেও দেখি স্বপ্ন
নবলাল বাগানের ফুল, ফুটে তুলো গন্ধ সুরাসুর।'
শুভেচ্ছা রাখি কবি দা।