বায়স্কোপ মেলা

বায়স্কোপ মেলা

প্রতিদিন নিঃস্বার্থ ভাবুকচোখ শুধু বায়স্কোপ দেখি
কখনো নিরব জলঢেউ -কখনো দীর্ঘশ্বাস-
কত ফিল্মের পরিবর্তনকাল, কতটুকু হিসাব ছাড়া!
রঙ ঢং সাদা কাগজ মোড়ানো ফুলের মেলা।

নিঃশেষ শুধু বর্তমানের জিয়ৎ কুন্ড-
স্বপ্নলোকে দেখবো বায়স্কোপের চিত্রবিন্যাস!
পাশে থাকবে না সবুজারণ্য – নীলাকাশ-
ধুয়াশা কিংবা কুয়াশার ক্ষীণ বেলা।

অতঃপর হোক না মৃণাল মৃণাল খেলা-
বায়স্কোপ সংসার জীবনে অভয় জ্বালা
একি, দেখছি না দিনশেষে কত ফুলের মালা –
এতো নিঝুম জোছনা পোড়া বায়স্কোপ মেলা।
____________________________
০৩-০১-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “বায়স্কোপ মেলা

  1. 'স্বপ্নলোকে দেখবো বায়স্কোপের চিত্রবিন্যাস!
    পাশে থাকবে না সবুজারণ্য – নীলাকাশ-
    ধুয়াশা কিংবা কুয়াশার ক্ষীণ বেলা।' ___ চমৎকার প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।