বায়স্কোপ মেলা
প্রতিদিন নিঃস্বার্থ ভাবুকচোখ শুধু বায়স্কোপ দেখি
কখনো নিরব জলঢেউ -কখনো দীর্ঘশ্বাস-
কত ফিল্মের পরিবর্তনকাল, কতটুকু হিসাব ছাড়া!
রঙ ঢং সাদা কাগজ মোড়ানো ফুলের মেলা।
নিঃশেষ শুধু বর্তমানের জিয়ৎ কুন্ড-
স্বপ্নলোকে দেখবো বায়স্কোপের চিত্রবিন্যাস!
পাশে থাকবে না সবুজারণ্য – নীলাকাশ-
ধুয়াশা কিংবা কুয়াশার ক্ষীণ বেলা।
অতঃপর হোক না মৃণাল মৃণাল খেলা-
বায়স্কোপ সংসার জীবনে অভয় জ্বালা
একি, দেখছি না দিনশেষে কত ফুলের মালা –
এতো নিঝুম জোছনা পোড়া বায়স্কোপ মেলা।
____________________________
০৩-০১-১৮
'স্বপ্নলোকে দেখবো বায়স্কোপের চিত্রবিন্যাস!
পাশে থাকবে না সবুজারণ্য – নীলাকাশ-
ধুয়াশা কিংবা কুয়াশার ক্ষীণ বেলা।' ___ চমৎকার প্রিয় বাউল কবি মি. সরকার।
সুন্দর।