তারার মেলা//
মাটির ঘরে বকুলের মালা
কেন জানি খুব মনে পরছে!
কি গন্ধ সুবাস চার দেয়াল
শ্যাম শালিকও অদূরে ছুটছে।
তবুও বকুল গাছ থামছে না
ঝরে পরে কতো ফুল -কেন?
শুধু মাটির প্রণয়ে ছাড়ে না
দৃশ্যবিরল করে অকুল বেকুল;
ফুরায় না সে দীর্ঘশ্বাসের গন্ধ!
গুমড়ে উঠে- জানালটাও বন্ধ
গলায় পরা মালা হলো অন্ধ-
নীলাকাশে তারা মেলেছে ছন্দ।
০৬-০১-১৮
'বকুল ফুলের মালার' জন্য শুভেচ্ছা কবি দাদা। শুভ কামনা সর্বদা।
সুন্দর।
ভাল লেখা।