তারার মেলা

তারার মেলা//

মাটির ঘরে বকুলের মালা
কেন জানি খুব মনে পরছে!
কি গন্ধ সুবাস চার দেয়াল
শ্যাম শালিকও অদূরে ছুটছে।

তবুও বকুল গাছ থামছে না
ঝরে পরে কতো ফুল -কেন?
শুধু মাটির প্রণয়ে ছাড়ে না
দৃশ্যবিরল করে অকুল বেকুল;

ফুরায় না সে দীর্ঘশ্বাসের গন্ধ!
গুমড়ে উঠে- জানালটাও বন্ধ
গলায় পরা মালা হলো অন্ধ-
নীলাকাশে তারা মেলেছে ছন্দ।

০৬-০১-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “তারার মেলা

  1. 'বকুল ফুলের মালার' জন্য শুভেচ্ছা কবি দাদা। শুভ কামনা সর্বদা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।