রাত্রির বনমল্লিকা

রাত্রির বনমল্লিকা

সবই দেখছি ভাসছে শুধু রাত্রির বুনোহাস
কোন নদীর জলে করে যদি কে কার বসবাস-
বালুচর বাতিঘর শূন্যের উপর নরভর!
রাত্রি ফুরালো এদেখো সোনালী ভোর !

কতো আয়োজন কতো সম্ভাষণ-
পাচ্ছো কবি বাবু ! ওরা ভাবছে না রাত্রির ভজন-
দিবারাত হচ্ছে অঙ্গবঙ্গ নোনাটে কাবু
তাও হচ্ছে না দূর বুনোহাসের ভয়ের খাটু;

অতঃপর জল শুকানো ঘর- সংখ্যাহীন বছর-
মাটির দুশ্চর রয়ে যায় রাত্রির বনমল্লিকা বর।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “রাত্রির বনমল্লিকা

  1. লিখায় যে পরিমিত উপমার ব্যবহার সেটা আপনার লিখাকে অনেকটা দূর নিয়ে যাবে। অনেক সুন্দর জায়গায়। অভিনন্দন বাউল কবি মি. সরকার।

    1. জ্বি মুরুব্বী দা
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন-

  2. এই লেখাটিও আপনার সুন্দর হয়েছে কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি রিয়া দিদি
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন-

মন্তব্য প্রধান বন্ধ আছে।