সুখশ্রী হেঁটে যায়

সুখশ্রী হেঁটে যায়

প্রতিদিন হেঁটে চলে প্রতিধ্বনি স্বপ্নের সাথে
আর কঞ্চিবাঁশের মাথায় আহা কি সুর বাজে-
তবুও আঁধার নিশি জোনাকির ঘনবীথি ডাক
কাঁঠালি ফিরে না ঘুম ভাঙ্গে না- মাঠের বাঁক;

শুধু দৃষ্টিতে হরিণী চোখ থাকে- মায়াবী দেখে
অতঃপর ভিজা চোখে পূর্ণিমা রাত কতটা মুখে
সুখশ্রী হেঁটে যায় দেয়ালে অথবা চকচক দর্পণে
পূবালী কাঁচ ভেঙ্গে চৌচির কেনো না এই পবনে।

________
২৬-০৬-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “সুখশ্রী হেঁটে যায়

  1. কবিতা দারুণ হয়েছে প্রিয় বাউল কবি মি. সরকার। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা

      বেশ অনুপ্রানিত হইলাম

      ভাল থাকুন——–

  2. জোনাকির ঘনবীথি ডাক
    আর সুখশ্রীর দর্পণে হেটে চলা….

    পুরোটা জুড়ে সুন্দর অভিব্যক্তি।
    ভালো লাগলো।

    1. জ্বি আরণ্যক দা

      বেশ অনুপ্রানিত হইলাম

      ভাল থাকুন——–

  3. প্রিয় মানুষের প্রতিচ্ছবি এভাবেই হৃদপিঞ্জরে অঙ্কিত করে সাধক প্রেমিকেরা। আপনার কাব্যে যার সরল প্রতিফলন ঘটেছে। এভাবেই লিখে যান আর পাঠকদের অনুভূতির সাথে মিশে যান মি. আলমগীর সরকার লিটন

    1. জ্বি সাইদুর দা

      বেশ অনুপ্রানিত হইলাম

      ভাল থাকুন——–

  4. মাত্র আটটি লাইনে সুখশ্রীকে গভীর ভালোবাসার এক অপুর্ব অনুভূতি্র প্রকাশ। খুব সুন্দর হয়েছে সূপ্রিয় আলমগীর ভাই। শুভেচ্ছা নিরন্তর!!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি আশফাক দা

      বেশ অনুপ্রানিত হইলাম

      ভাল থাকুন——–

  5. ছোট ছোট করে দারুন লিখেন আপনি কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি রিয়া দিদি 

      বেশ অনুপ্রানিত হইলাম

      ভাল থাকুন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।