ক্রোধবংশধর
ধরণীর বুকে আমরা সবাই কবি
তাই কোন কবিতাই পাঠ করি না-
আমরা সবাই এক রঙিন গল্পকার
তাই গল্প খুঁজি- সোনালী বিছানা!
আমরা সবাই এখন ভাবস্বপ্ন ক্ষর-
বুঝি না এক কবিতার প্রসববেদনা;
রঙের পুতুল দেখে ভাবালিঙ্গ উড়ায়-
তবে শ্লোগানে মুখর আমরাই শ্রেষ্ঠ কবি।
শুধু ক্রোধবংশের উলঙ্গ সবিতার সৃষ্টি
যেখানে মানবতারএ আঁকে না কোন ছবি!
এ ধরণীর ঘোড়িরকাটা তেমনী থাকবে-
থাকবে না অকবিত্বের গুণপাঠা বলি।
________
০২-০৭-১৭
ঠিক এক বছর আগের লিখা নাকি একদম নতুন জানি না; তবে আগেও ভালো লিখতেন এখনও লিখে চলেছেন। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। শুভ সকাল।
জ্বি মুরুব্বী দা
এক বছরের আগের লেখা
আপনি আমাকে তুমি করে বলবেন আশা করি
আপনি বলার দরকার নেই——
সেটা সামনাসামনি হবে।
অনেক সুন্দর হয়েছে কবিবাবু।
জ্বি রিয়া দিদি
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন———
কাব্যে পাঠকদের চেতনার বহিঃপ্রকাশ খুজে পাওয়া যায়। ধন্যবাদ।
জ্বি সাইদুর দা
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন———
পঙক্তিমালার প্রতিটা শব্দ সগৌরবে শিরোনামের স্তুতি গাইছে। দারুণ লেখা।
জ্বি আরণ্যক দা
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন———