উড়ছে ঘাসফড়িং

উড়ছে ঘাসফড়িং

কর্মের নিঃশ্বাস শুধু বাতাসেই যায় উড়ে
দেখো না ব্যস্ততার দেহ মাটিতেই খুড়ে-
সময়ের গতি চলছে কে পর কে আপন
নেই শুধু প্রেমও বৃন্দাবন এই তো জীবন;

ভাঙ্গাগড়া বন্ধনে জলপাতার শব্দ আওয়াজ
স্মৃতির পাঞ্জা নড়ে- কার মনে কে বা দাঁড়ায়
বাস্তবতার সামনে- তবুও এক ঘেয়েমি রঙধনু
মেঘ ভেসে যাচ্ছে- শুধু ধরা ছোঁয়ার বাহিরে-
আর কিছু কিছু নীল সবুজ কথার পাহাড় জুড়ে
বয়ে যায় সু-বাতাস- ঘাসফড়িংর রঙিন ডানায়।

_________
০৭-০৭-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “উড়ছে ঘাসফড়িং

  1. সতত কর্ম ব্যস্ততার মাঝেও যে লিখে চলেছেন সেটাই বা কম কিসে !! অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। শুভ সকাল। :)

    1. জ্বি মুরুব্বী দা
      কবিতা পাঠে ভাল লাগার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———–

    1. জ্বি চারু দা
      কবিতা পাঠে ভাল লাগার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———–

  2. ভাঙ্গাগড়া বন্ধনে জলপাতার শব্দ আওয়াজ > দারুণ কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

    1. জ্বি রিয়া দিদি
      কবিতা পাঠে ভাল লাগার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।