মৃদুমন্দ দৃশ্য
কখনো দক্ষিণা জানালায়- কখনো পূর্ণিমায়
বানভাসি ভাবনাগুলো চিৎকার করে বলে
উঠে- আবার যদি স্কুলে যেতে পারতাম-
নিজেকে নতুন রূপে বিদ্যাপাঠে সাজতাম !
আফসোস শুধু এ কেমন বাস্তবতার মুখোমুখি স্বজন-
যত সব ভুল গলা ভরা সাগর ঢেউ এখন;
কষ্টতাপে পুড়ছে সকাল- নোনাটে যাচ্ছে বিকাল
এরি মাঝে বাঁধতে রাজি কলাপাতার ঘর-
তালপাতারা বাদ্য বেজে করিস না পর;
মৃদুমন্দ দৃশ্যের একঝাঁক ঘাসফড়িংর হবে প্রেমিক
পাহাড় ছায়া কার কাছে নন্দিত ঝিকমিক ঝিকমিক-
সারাংশ তাই ইচ্ছা ডানায় ফলপ্রসূ নাই-এতো মৃদুমন্দ দৃশ্য।
___________
১০-০৭-১৮
"কখনো দক্ষিণা জানালায়- কখনো পূর্ণিমায়" … আমাদের জীবনচক্র প্রিয় বাউল কবি।
শুভ সকাল।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
লেখা ভাল হয়েছে কবিবাবু। কবিবাবু মানে সকালের প্রথম লেখা।
জ্বি রিয়া দিদি
রাতে লেখি সকালে পোষ্ট করি
অশেষ ধন্যবাদ জানাই
"কখনো পূর্ণিমায়
বানভাসি ভাবনাগুলো চিৎকার করে বলে
উঠে- আবার যদি স্কুলে যেতে পারতাম-
নিজেকে নতুন রূপে বিদ্যাপাঠে সাজতাম !"
চমৎকার ভাবে অতীতের হাতছানি ফুটে উঠেছে।
শুভেচ্ছা কবি আলমগীর সরকার লিটনকে