জ্বালাময়ী হলুদ

জ্বালাময়ী হলুদ

কি ভাগ্য বলো ! রঙের খেলা নিত্যই হয়-
জলের রঙ তো আর হলুদ নয় –নয় -নয়
আকাশ বলে সবটুকু আমার – আমার-
গোধূলির সূর্য আহা ! না – না – আর্তনাদ
জোনাকির সন্ধ্যা সুরেলা কণ্ঠ ব্যাকুল করা সুর-
ছবির ছায়া পরেছে বালুচর জল ছলছল আঁধার
কিন্তু কতটুকু দৃশ্যবিরল জ্বালাপরী হলুদ
বুঝে না – না – না ঐ নিভু নিভু সূর্যটুকু আমার;
আগুন জ্বলাছে- রক্তক্ষরণ করিচ্ছে যমুনা-
শুধু সোনালী মুখে জ্বালাময়ী হলুদ বেদনা।

১৫-০৭.১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “জ্বালাময়ী হলুদ

  1. অসাধারণ লিখেছেন প্রিয় বাউল কবি মি. সরকার। প্রচ্ছদটাও সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি  মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——–

  2. হলুদ সুস্বাস্থ্য, সৌন্দর্য, ও সৌভাগ্যের প্রতীক বলে জানতাম। আপনার অনুভবে নতুন দর্শনের হদিশ পেলাম ,কবিবন্ধু। অভিনন্দন জানাই।             

    1. আচ্ছা দিদি  আচ্ছা

      আমার তো সুস্বাস্থ্য, সৌন্দর্য, ও সৌভাগ্যের 

      কোনটাও নেই তাই- 

      ‘হলুদ রঙে বেদনা যায় ফুটে

      দৃষ্টিপলকে শুধু জ্বালাময়ী হলুদ’

      তারপরে ও কবিতা পাঠে মন্তব্য রাখার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———— 

  3. * প্রিয় কবি, শুভ কামনা সবসময়।

    1. জ্বি  হুসাইন দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি  রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——-https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. হলুদকে নিয়ে হলুদাভ কাব্য হলুদ ফুলের মতোই ফুটেছে। চমৎকার।

    1. জ্বি  রুকশানা আপু 

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।