সোনাই মুড়া গল্প
চুড়াকোঁটায়
আজ ত্রিশটি বছর পেড়িয়ে গেলো-
অনেক সোনালী রূপালী
ফুল ফল পাতা ঝরে গেলো;
সাম্পানের ঢেউয়ে-
আরও কিছু গল্প জমাট বেঁধে আছে।
মেঘপাল্লার জলের উপর
অদূরে শুধু শলুকপুড়া কাশবন-
ঝিলিক মারা সন্ধ্যার জলতরঙ্গ
মাঝে মাঝে ভীষণ বজ্রপাতে
জলগরা প্লাবন হয়!
হাতছানি সরিষা হলুদ মাঠে-
ডাক দিয়ে যায় প্লবচর।
তবুও বাতাসে ছুটে আসতে চায়
কত ফুল ফলের ঘ্রাণ-
ফুলদানিটা কই ! চলে এসো
আইলপাথারের মোড়ে
পাঁপড়িগুলো চেয়ে আছে
বলবে কিছু কথা-
শুনবে বলো ! সেই হৈ হল্লোর
সোনাই মুড়া যত গল্প বলা-
সমস্ত গল্পের ভাজে ভাজে
বলে দিয় ! যত আফসোস অনুরাগ-
উচ্ছ্বাস -শুন- আজ যে ত্রিশটি বছর
অগোচরে হারিয়ে গেছে- চোখের
নিশানায় উড়ছে শুধু সোনাই মুড়া গল্প।
২১-০৭-১৮
————-
বাহ বেশ লাগল কবি,,,,,,,,,,,,,
অশেষ ধন্যবাদ মান্নান দা
ভাল থাকবেন——-
অপুর্ব! ভালো লাগলো "সোনাই মুড়া গল্প" নামক কবিতা

অশেষ ধন্যবাদ ইলহাম দা
ভাল থাকবেন——-
অভিনন্দন প্রিয় বাউল কবি। ধন্যবাদ।
শব্দনীড়ে প্রকাশিত আপনার লিখার লিঙ্ক ফেসবুকে শেয়ার করুন। শেয়ার করলে আপনার বন্ধু মহলে শব্দনীড় এর প্রতি আপনারই সমমনা বন্ধুরা আগ্রহী হবে। 
অশেষ ধন্যবাদ মুরুব্বী দা
ভাল থাকবেন——-
* প্রিয় কবি, মুগ্ধতা রেখে গেলাম।
ভালো থাকুন সবসময়।
অশেষ ধন্যবাদ হুসাইন দা
ভাল থাকবেন——-
শুভেচ্ছা রাখলাম কবিবাবু।
অশেষ ধন্যবাদ রিয়া দিদি
ভাল থাকবেন——-