প্রণয়ের শব্দাড়ি
নদের পুষ্যি ঘাটে
আর পারি না রাখতে ধরে কঠিপাথর;
ভেবেছি যত বার- বাঁধবো বাঁধ-
নদীর চারপাশ !
তোত বার উচ্ছলে উঠে-
স্মৃতির নদে মেঘলা আকাশ;
অতঃপর জল পাড়ায় বহে না
আর সুবাস চন্দন-
ভিজে যায় বেদনার পরশ পাথর
জলমুখি ক্রন্দন;
পাঁজরে রাঙিয়ে আছে একটুখানি
প্রণয়ের শব্দাড়ি কোষ-
ঢেউয়ের বাঁকে নীলাঞ্জনে হবে না
আর মৃত্যুঞ্জয়ী পোষ।
____________
০১-০৮-১৮
হার্দিক শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. সরকার। অন্যান্য পোস্টে আপনার মন্তব্য খুব কম দেখতে পাই। সম্ভবত অফিসে অতিরিক্ত ব্যস্ত রয়েছেন।
ভালো থাকুন। ধন্যবাদ।
জ্বি মুরুব্বী দা
আসলে অফিসের খুব চাপ চারপাশ তেকে চেক করে কি করি
তাই খুব কম মন্তব্য ————
বাহ্ কবিবাবু বাহ্। পছন্দ করলাম।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——
তোত বার উচ্ছলে উঠে-
স্মৃতির নদে মেঘলা আকাশ;
** মুগ্ধ কবি দা…
জ্বি হুসাইন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——