স্বপ্ন নিদ্রায়

স্বপ্ন নিদ্রায়

হায় হায় কচুপাতায় নাই জল
স্বপ্ন ঘোরে ডুমুর ফুল করে ছল ছল
এ কেমন প্রণয় মেঘের ঘন বর্ষা
ডাক দিয়ে যায়-নীল বৃত্তে শূন্য
কায়া ভরা নিদ্রায়।

সেতো দূরের চাঁদ দেখি না আর
বামন হয়ে অমাবস্যায় মরছে রাত-
এ কেমন স্বপ্ন বাসরী পোড়ে যায়
প্রণয় মেঘের জলে ডুব পরা আর্তনাদ;

কত জমানো কায়ার ভাবনা নীল
করে রঙিন কখনো কখন স্বপ্ন নিদ্রায়।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “স্বপ্ন নিদ্রায়

    1. জ্বি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন————-

  1. কত জমানো কায়ার ভাবনা নীল
    করে রঙিন কখনো কখন স্বপ্ন নিদ্রায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি ইলহাম দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন————-

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন————

  2. এ কেমন স্বপ্ন বাসরী পোড়ে যায়
    প্রণয় মেঘের জলে ডুব পরা আর্তনাদ;

     

    * অনেক সুন্দর কবিতা প্রিয় কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি হুসাইন দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন————

মন্তব্য প্রধান বন্ধ আছে।