স্বপ্ন নিদ্রায়
হায় হায় কচুপাতায় নাই জল
স্বপ্ন ঘোরে ডুমুর ফুল করে ছল ছল
এ কেমন প্রণয় মেঘের ঘন বর্ষা
ডাক দিয়ে যায়-নীল বৃত্তে শূন্য
কায়া ভরা নিদ্রায়।
সেতো দূরের চাঁদ দেখি না আর
বামন হয়ে অমাবস্যায় মরছে রাত-
এ কেমন স্বপ্ন বাসরী পোড়ে যায়
প্রণয় মেঘের জলে ডুব পরা আর্তনাদ;
কত জমানো কায়ার ভাবনা নীল
করে রঙিন কখনো কখন স্বপ্ন নিদ্রায়।
চমৎকার হয়েছে কবিবাবু।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
কত জমানো কায়ার ভাবনা নীল
করে রঙিন কখনো কখন স্বপ্ন নিদ্রায়।
জ্বি ইলহাম দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————
এ কেমন স্বপ্ন বাসরী পোড়ে যায়
প্রণয় মেঘের জলে ডুব পরা আর্তনাদ;
* অনেক সুন্দর কবিতা প্রিয় কবি দা…
জ্বি হুসাইন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————