বন্ধুর রঙ

বন্ধুর রঙ

দু’চোখের মধ্যলোমে ঘোর পুড়ছে-
দুল দিয়েছে বন্ধুর রঙ!
ভাবনার ফুলদানিতে
গোলাপ কৃষ্ণচূড়ার বিরল হাসি-
আঁকাবাঁকা রাস্তার মোড় বয়ছে
বাতাসে রঙধনুর ছবি।

রঙ বিরল হয়ে যাই বোকা,
তবুও ঘোর উল্লাসে তখন
তীরধনুক চোকা চোকা-বুক পকেটের
হাতে শূন্য কায়া-
কখন যে উড়ে এসে জুড়ে বসে
কাঁঠাল পাতার টাকা !

টাকা হয়েছে -ভাতা হয়েছে
কিসের তবে কষ্ট বাঁকা?
বন্ধু দিবসের মাঝে চলে
হাজার কিঃমিঃ বেগে চাকা-
মলিন করেছে বন্ধু রঙে আঁকা
স্মৃতির টানে শুধু ফাঁকা।

__________
০৬-০৮-২০১৭

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “বন্ধুর রঙ

  1. বন্ধুত্ব হচ্ছে চিরকালীন সম্পদ। আপনার লিখায় আমাদের সকলের শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. সরকার। আশা করবো ভালো আছেন। :)

  2. বন্ধুত্ব চির অম্লাণ থাকুুক,,সাবলিল ভাষায় বেশ সুন্দর লিখেছেন

    অনেক ভালো লাগলো

  3. গোলাপ কৃষ্ণচূড়ার বিরল হাসি। বাহ কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

  4. কখন যে উড়ে এসে জুড়ে বসে
    কাঁঠাল পাতার টাকা !

     

    * চমৎকার…

মন্তব্য প্রধান বন্ধ আছে।