বন্ধুর রঙ
দু’চোখের মধ্যলোমে ঘোর পুড়ছে-
দুল দিয়েছে বন্ধুর রঙ!
ভাবনার ফুলদানিতে
গোলাপ কৃষ্ণচূড়ার বিরল হাসি-
আঁকাবাঁকা রাস্তার মোড় বয়ছে
বাতাসে রঙধনুর ছবি।
রঙ বিরল হয়ে যাই বোকা,
তবুও ঘোর উল্লাসে তখন
তীরধনুক চোকা চোকা-বুক পকেটের
হাতে শূন্য কায়া-
কখন যে উড়ে এসে জুড়ে বসে
কাঁঠাল পাতার টাকা !
টাকা হয়েছে -ভাতা হয়েছে
কিসের তবে কষ্ট বাঁকা?
বন্ধু দিবসের মাঝে চলে
হাজার কিঃমিঃ বেগে চাকা-
মলিন করেছে বন্ধু রঙে আঁকা
স্মৃতির টানে শুধু ফাঁকা।
__________
০৬-০৮-২০১৭
বন্ধুত্ব হচ্ছে চিরকালীন সম্পদ। আপনার লিখায় আমাদের সকলের শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. সরকার। আশা করবো ভালো আছেন।
বন্ধুত্ব চির অম্লাণ থাকুুক,,সাবলিল ভাষায় বেশ সুন্দর লিখেছেন
অনেক ভালো লাগলো
গোলাপ কৃষ্ণচূড়ার বিরল হাসি। বাহ কবিবাবু।
বন্ধু চেনা আসলেই কঠিন বৈকি!
কখন যে উড়ে এসে জুড়ে বসে
কাঁঠাল পাতার টাকা !
* চমৎকার…