আরও একটু ভাবো

আরও একটু ভাবো

ঐখানে কেঁপে উঠে বিধাতা কিন্তু কেঁপে উঠে না মানুষ!
ফুলে ফলে শস্যে বিধাতার অথচ মানুষ নর্দমায়-
এই চলা কি ভাল বলো ভাবছো বিধাতার তো মৃত্য নেই
তারপর সত্যই ঘটে মানুষের নিধন চিরনিত্যেই

রাস্তায় কিংবা নদীজলে সময় গড়ালে দেখতে পাও?
কি অদ্ভুত পাখির গান শুনো আর ধোঁয়া উড়াও-
মনখেয়ালে বুঝে না শয়তানের কতটুকু বসবাস-

অতঃপর বিধাতা কই মানুষে মাঝে করছে বিরাজমান;
সেই মানুষী বা কই? খুঁজে খুঁজে বালুচর- কাঁপা বর
একে বারে বোধময় সহনহীন আরও একটু ভাবো- ভাবো-
এমনে- এক্ষণে মাটির মধ্যে জ্বালাও পুড়াও বাতিঘর।

০৮-০৯-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

16 thoughts on “আরও একটু ভাবো

    1. জ্বি মুরুব্বী দা

      বিধা>বিধাতা হবে

      অশেষ ধন্যবাদ নিবেন

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।