আশ্বিনের কপাট

আশ্বিনের কপাট

এমন করে কপাট বন্ধ করেছো
আশ্বিনের ঝড় আসলেও- খোলে না-
ভাঙ্গে না; চির তরে বন্ধ দ্বার!
তবুও চিতলপাতায় ঘুমের ঘোর যেনো
অবোঝ শিশু, চমকে উঠে বার বার;

স্বপ্ন জানালায়-দক্ষিণা বাতাস বিস্ময়
অথচ ভোর ক্লান্ত কপাট শুধু বন্ধ;
ঐ যে, আশ্বিন দৌড়ায়ে আসে প্রতিধ্বনি-
মুখর কি আনন্দ! সবই অম্লান করার মতো
ঝলমল চাঁদমুখি দ্বারের সামনে যখন!

পচে গেছে আশ্বিন, উড়ছে নর্দমায় ঘ্রাণ-
অতঃপর খোলবে কেনো ? একখানা
আশ্বিনের কপাট।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “আশ্বিনের কপাট

  1. নতুন নতুন ভাবনার লিখা প্রকাশে আপনার জুড়ি মেলা ভার।

    অভিনন্দন প্রিয় প্রিয় বাউল কবি মি. সরকার। :)

    1. জ্বি মুরুব্বী দা
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য ও
      প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———-

    1. জ্বি রিয়া দিদি
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য ও
      প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———-

  2. পচে গেছে আশ্বিন, উড়ছে নর্দমায় ঘ্রাণ-
    অতঃপর খোলবে কেনো ? একখানা
    আশ্বিনের কপাট। 
    বাহ ! চমৎকার 

    1. জ্বি অনিক দা
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য ও
      প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———-

    1. জ্বি সৌমিত্র দা
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য ও
      প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———-

    1. জ্বি তুবা আপু
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য ও
      প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———-

  3. পচে গেছে আশ্বিন, উড়ছে নর্দমায় ঘ্রাণ-
    অতঃপর খোলবে কেনো ? একখানা
    আশ্বিনের কপাট।

     

    * কবি দা, অপুর্ব… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি হুসাইন দা
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য ও
      প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।