বিদ্বেষী ধর্মচোখ

বিদ্বেষী ধর্মচোখ

আন মনা মাটিগুলো ধর্মের কথা খুব শুনে কিন্তু
কর্মগুণে অবহেলায় ঈশ্বর দেখে নীলিময় চাঁদ;
এতো মাঝে মাঝে চাঁদের গাঁয়ে হারিয়ে যাই- অথচ
চাঁদ ধর্ম কর্মের কথা বেমালুম ভুলেই গেছে রাত।

তবুও সেখানে মোমবাতি নেই, জোনাকি নেই,
ঘুটঘুটে অমাবস্যায় বামনের যে নো একলা পাহাড়-
ঝর্ণাধারা মুখ- চৈত্রের খা খা পোড়া প্রজাপতি!
কখনো বা বালুচরে শালিক বলাকা উড়ন্ত- তারপরেও

চাঁদের হুস হয় না বামন আছে ঐখানে- অতঃপর
চাঁদের কোন আদর্শ নেই শুধু বিদ্বেষী ধর্ম চোখ।

০১-১০-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

11 thoughts on “বিদ্বেষী ধর্মচোখ

    1. জ্বি মুরুব্বী দা

      কবিতা পাঠে সুন্দর করেছেন

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

    1. জ্বি শংকর দা

      কবিতা পাঠে সুন্দর করেছেন

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

    1. জ্বি রিয়া দিদি

      কবিতা পাঠে সুন্দর করেছেন

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

    1. জ্বি সৌমিত্র দা

      কবিতা পাঠে সুন্দর করেছেন

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

    1. জ্বি নাজনীন আপু

      কবিতা পাঠে সুন্দর করেছেন

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।