রঙিলা ফড়িং

রঙিলা ফড়িং

একটা মাটির চতুর্ভুজ
দে বানাইয়া-
দুর্বাঘাসে কেল্লাঘাসে
দে সাজাইয়া।
দূর থেকে বহু দূর
উড়ে আসবে রঙিলা ফড়িং-
বসবে ফুলের উপর
একটু আদর করিইয়;

পাহারায় রাখিস ও স্বজন
লোকলজ্জার পায় না জানি ভয়-
মেঘলা মেঘ কে বলিস!
ঝরে না জানি বৃষ্টি- প্রণয়ে ফড়িং
যদি নোনা জল অন্তচক্ষু বয় –
ঘাস বুক জুড়ে ভিজে যাবে-
জলস্পর্শে- একটু
সান্তনা পায়ইয়া।
০৯-১০-১৮
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “রঙিলা ফড়িং

  1. কবিতার জন্য শুভেচ্ছা জানবেন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

    1. জ্বি রিয়া দিদি 

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।