মেঘলা পরী

মেঘলা পরী

সেদিনের ঝড় হাওয়া ছিল নদী
খরস্রোতে উত্তাল নোনা মিঠা পানি-
যমুনা এতোদিনে যমুনা বুঝেছো কি ?
সেই ভুলে ভাঙা মনের বাড়ি।

আজও খেয়াঘাট চলে পারা পার
দূরত্ব নীলাময় দেখি ধু ধু বালুচর-
স্মৃতির ডাকন ডাকলে পরে ক্ষতি কি
একটা দিন সৃষ্টি মুখর করেছো কি
ভালোবাসার একটা মেঘলা পরী।

পরীর দেশ মেঘ মেঘলা আকাশ
বৃষ্টিভেজা মনে দক্ষিণা বাতাস-
পাথর চাপা বোবা সুখ হারিয়ে গেছে
উদাস গায়ে চিরদিন হয়ে আড়ি
তবু দাঁড়াতে হবে সমাধীর লম্বা সারি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “মেঘলা পরী

  1. পরীর দেশ মেঘ মেঘলা আকাশ
    বৃষ্টিভেজা মনে দক্ষিণা বাতাস। ___ ভালো লাগা একটি অনুভব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দিনদিন আপনার কবিতার দারুণ ভক্ত হয়ে উঠেছি কবিবাবু। আপনি ব্লগে নেই কেন !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_sad.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।