যুগের শ্লোগান ভরে থাক টবে

যুগের শ্লোগান ভরে থাক টবে

এই যুগের হাওয়া বড় হাওয়া- ভিজেছে অন্তর,
বার মাসের তের হাওয়া-বুক পিঠে লাগবে কখন!
তাল বেতাল ঘুরছে তাই- শূন্যেতেই চলে যাওয়া;

এই যুগের মায়া কতটুকু কায়া-সবই যন্ত্রনা সুধায়
দিবানিশি আঁধার যাত্রী, কি করে শান্তিতে বলো ঘুমায়-
ভোর হয়েছে কবে- হাওয়ায় হাওয়ায় দুলেনি রবে।

অভিনয়ের শঙ্খমালা প্রেমহীন হয়ে না যাই মাটির ভবে-
যে হাওয়া যাক না বয়ে এপাশ ওপাশ ছিদ্র মাতাল করে
তবু যুগ যুগান্তর হাওয়ার-সুবাসিত শ্লোগান ভরে থাক টবে।

২১-১০-১৮
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “যুগের শ্লোগান ভরে থাক টবে

  1. "অভিনয়ের শঙ্খমালা প্রেমহীন হয়ে না যাই মাটির ভবে-
    যে হাওয়া যাক না বয়ে এপাশ ওপাশ ছিদ্র মাতাল করে
    তবু যুগ যুগান্তর হাওয়ার-সুবাসিত শ্লোগান ভরে থাক টবে।"

    ফ্যান্টাস্টিক প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. যুগের শ্লোগান ভরে থাক টবে' অনেক সুন্দর হয়েছে কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।