কৃষ্ণচূড়া ভোর

কৃষ্ণচূড়া ভোর

একটা রঙবিরল ঘাসফড়িং এর নিত্যদিনের কথা
হোক না -আঁধার রাতে জোনাক জ্বালা আসা যাওয়া –
আলোকিত পথের মাঝে মধুসিক্ত যতসব ভাবনা;

শুধু আগামীর প্রণয় হাওয়া উড়বে না কালোকেশী
সোনালী ভোর বৃষ্টিস্নোত একমুঠো হাতে- ঝরে যায়
কৃষ্ণচূড়াতে- তবুও হতে চাই এক কবিতার শঙ্খচিল-

জানি না কতটুকু অাস্থা রেখে বলো- খোঁজে পাবে
তো সাদা মেঘের ভেলায় কিংবা খুব কাছে পাওয়ার
একাকীত্বের চাঁদ নাহয় সন্ধ্যাতারার গড়গড় শ্লোগান।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “কৃষ্ণচূড়া ভোর

  1. সোনালী ভোর বৃষ্টিস্নোত একমুঠো হাতে- ঝরে যায়
    কৃষ্ণচূড়াতে- তবুও হতে চাই এক কবিতার শঙ্খচিল- https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. শুধু আগামীর প্রণয় হাওয়া উড়বে না কালোকেশী
    সোনালী ভোর বৃষ্টিস্নোত একমুঠো হাতে- ঝরে যায়
    কৃষ্ণচূড়াতে- তবুও হতে চাই এক কবিতার শঙ্খচিল-

     

    * অনেক পরিশুদ্ধ উচ্চারণ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।