কৃষ্ণচূড়া ভোর
একটা রঙবিরল ঘাসফড়িং এর নিত্যদিনের কথা
হোক না -আঁধার রাতে জোনাক জ্বালা আসা যাওয়া –
আলোকিত পথের মাঝে মধুসিক্ত যতসব ভাবনা;
শুধু আগামীর প্রণয় হাওয়া উড়বে না কালোকেশী
সোনালী ভোর বৃষ্টিস্নোত একমুঠো হাতে- ঝরে যায়
কৃষ্ণচূড়াতে- তবুও হতে চাই এক কবিতার শঙ্খচিল-
জানি না কতটুকু অাস্থা রেখে বলো- খোঁজে পাবে
তো সাদা মেঘের ভেলায় কিংবা খুব কাছে পাওয়ার
একাকীত্বের চাঁদ নাহয় সন্ধ্যাতারার গড়গড় শ্লোগান।
সোনালী ভোর বৃষ্টিস্নোত একমুঠো হাতে- ঝরে যায়
কৃষ্ণচূড়াতে- তবুও হতে চাই এক কবিতার শঙ্খচিল-
কবিতার জন্য ধন্যবাদ কবিবাবু।
কৃষ্ণচূড়া শুভেচ্ছা লিটন ভাই।
শুধু আগামীর প্রণয় হাওয়া উড়বে না কালোকেশী
সোনালী ভোর বৃষ্টিস্নোত একমুঠো হাতে- ঝরে যায়
কৃষ্ণচূড়াতে- তবুও হতে চাই এক কবিতার শঙ্খচিল-
* অনেক পরিশুদ্ধ উচ্চারণ…