লাল সম্মান
রক্ত হয় কেন মাটির গায়ে লাল-
উঠান জুড়ে কেন মন পষির কাল?
কাল আর লাল- বড়ই ব্যবধান-
কে কখন করবে বুঝি এর সমাধান
আর্তনাদ বেজে উঠে কখন কথায়?
মেঘ জুড়ে বৃষ্টির বান- ডাকে এ প্রাণ
কেন নদীর ঢেউ একই টান- দিন রাত্রী
একই রবি শশীর প্রণয়ে তুলে পাল-
তবে কেন শিমুল কৃষ্ণচূড়া রাঙা হয় লাল ?
সেতো শুন্য মেঘে ভেসে চলার সম্মান।
০২ মাঘ ১৪২৫, ১৫জানু’১৯
——————————
অনন্য শাব্দিক প্রকাশ মি. আলমগীর। আশা করবো ভালো আছেন।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-
প্রচ্ছদ এবং লেখা দুটোই ভাল লাগল কবিবাবু।
জ্বি রিয়া দিদি
কষ্ট করে পড়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-
দারুণ প্রিয় কবি লিটন ভাই। তিন দিন আপনাকে নিয়মিত দেখে ভালো লাগছে।
জ্বি সৌমিত্র দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-