লাল সম্মান

লাল সম্মান

রক্ত হয় কেন মাটির গায়ে লাল-
উঠান জুড়ে কেন মন পষির কাল?
কাল আর লাল- বড়ই ব্যবধান-
কে কখন করবে বুঝি এর সমাধান
আর্তনাদ বেজে উঠে কখন কথায়?

মেঘ জুড়ে বৃষ্টির বান- ডাকে এ প্রাণ
কেন নদীর ঢেউ একই টান- দিন রাত্রী
একই রবি শশীর প্রণয়ে তুলে পাল-
তবে কেন শিমুল কৃষ্ণচূড়া রাঙা হয় লাল ?
সেতো শুন্য মেঘে ভেসে চলার সম্মান।

০২ মাঘ ১৪২৫, ১৫জানু’১৯
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “লাল সম্মান

  1. অনন্য শাব্দিক প্রকাশ মি. আলমগীর। আশা করবো ভালো আছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন—-

    1. জ্বি রিয়া দিদি
      কষ্ট করে পড়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন—-

  2. দারুণ প্রিয় কবি লিটন ভাই। তিন দিন আপনাকে নিয়মিত দেখে ভালো লাগছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি সৌমিত্র দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন—-

মন্তব্য প্রধান বন্ধ আছে।